দোরগোড়ায় টি-২০ বিশ্বকাপ, আমেরিকাতে অনুশীলনের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ভারতীয় দল

সংক্ষিপ্ত

দোরগোড়ায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু আনেরিকাতে অনুশীলনের ব্যবস্থা দেখে রীতিমতো বিরক্ত তারা।

দোরগোড়ায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু আনেরিকাতে অনুশীলনের ব্যবস্থা দেখে রীতিমতো বিরক্ত তারা।

প্রসঙ্গত, আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের এই মেগা প্রতিযোগিতা। তার আগে সবদলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ভারতীয় ক্রিকেট দলও শুরু করে দিয়েছে প্র্যাকটিস। আর সেখানেই হয়েছে বিপত্তি। বুধবার থেকে অনুশীলন শুরু করেছেন রোহিতরা। কিন্তু আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে একদমই খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Latest Videos

জানা যাচ্ছে, খুব সাধারণ মানের সরঞ্জাম দিয়ে অনুশীলন করতে হচ্ছে ভারতীয় দলকে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে মূলত আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়। আর ভারতের গ্রুপ পর্যায়ের সব ম্যাচ আমেরিকায়। তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সেখানেই অনুশীলন করছেন রোহিত শর্মারা।

সূত্রের খবর, পিচ নিয়ে একদমই খুশি নয় ভারতীয় দল। তাদের অভিযোগ, পিচের চরিত্র ভীষণ অস্থায়ী এবং নিম্নমানের। এই প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, “এখনও এইরকম কোনও অভিযোগ জমা পড়েনি আমাদের কাছে। কোনও দল এখনও পর্যন্ত ক্যান্টিয়াগু পার্কের অনুশীলন ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেনি।”

উল্লেখ্য, আইপিএল শেষ হতেই টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকা পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। যদিও বিরাট কোহলি দলের সঙ্গে এখনও যোগ দেননি। জানা যাচ্ছে, দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের প্রথম ম্যাচ আগামী ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর ঠিক তারপরই মহারণ। আগামী ৯ জুন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এছাড়াও আমেরিকার বিরুদ্ধে ১২ জুন এবং কানাডার বিরুদ্ধে ১৫ জুন ২২ গজের লড়াইতে নামবে রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

অন্যদিকে, অনুশীলনে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেল রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকে। নেটে বল করেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু এইসব কিছুর মাঝেও নিম্নমানের অনুশীলন ব্যবস্থা নিয়ে বেশ ক্ষুব্ধ ভারতীয় দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Nadia: দুবাইয়ে পাকিস্তানি যুবকদের সাথে বন্ধুত্ব, দেশে ফিরতেই তুলে নিলো পুলিশ! কারণ জানলে অবাক হবেন!
'এক হতে হবে…', পহেলগাঁওয়ে ঘটনার প্রতিবাদে কবিতা রুদ্রনীল ঘোষের | Rudranil on Pahalgam