India Vs England: রোহিত-সূর্যকুমারের লড়াকু ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১৭১/৭

এবারের টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে রোহিত শর্মা, আর্শদীপ সিংরা।

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করল ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের লড়াইয়ের জন্যই বড় স্কোর করল ভারত। ৩৯ বলে ৫৭ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৩৬ বলে ৪৭ রান করেন সূর্যকুমার। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ১৩ বলে ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। বড় রান পাননি বিরাট কোহলি (৯), ঋষভ পন্থ (৪), শিবম দুবে (০) ও আর্শদীপ সিং (১ অপরাজিত)।

পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে ব্যর্থ ইংল্যান্ডের বোলাররা

Latest Videos

বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও ভারতের ব্যাটারদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে ব্যর্থ হলেন ইংল্যান্ডের বোলাররা। রোহিত ও সূর্যকুমারের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোর করল ভারত। ইংল্যান্ডের হয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন রিসি টপলি। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন জোফ্রা আর্চার। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন স্যাম কারান। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন আদিল রশিদ।

বৃষ্টির পর রোহিত-সূর্যকুমারের লড়াই

ভারতীয় দল ৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু হতে ভালো ব্যাটিং শুরু করেন রোহিত ও সূর্যকুমার। ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন রোহিত। আদিলের বল নিচু হচ্ছিল। সেরকমই নিচু বলে বোল্ড হয়ে যান রোহিত। তিনি ১৪-তম ওভারে আউট হয়ে যান। রোহিত আরও কয়েক ওভার ক্রিজে থাকলে ২০০ রানের কাছাকাছি পৌঁছতে পারত ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: বিরাট-ব্যর্থতার পালা অব্যাহত, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালেও দ্রুত আউট তারকা ব্যাটার

Rohit Sharma: 'মাথায় কিছু আছে?,' বল-বিকৃতির অভিযোগ নিয়ে ইনজামামকে পাল্টা তোপ রোহিতের

ICC Men's T20 World Cup 2024: আফগান স্বপ্নে ধাক্কা, 'চোকার্স' তকমা ঘুচিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury