সংক্ষিপ্ত
এবারই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপে খেলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। তাঁরা ভারতীয় দলের সেরা ব্যাটার। রোহিত ভালো পারফরম্যান্স দেখালেও, একেবারেই ভালো ব্যাটিং করতে পারছেন না বিরাট।
এবারের টি-২০ বিশ্বকাপে এখনও বড় রান অধরা ভারতের ওপেনার বিরাট কোহলির। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই তিনি অর্ধশতরান পেলেন না। বৃহস্পতিবাক টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ বল খেলে ৯ রান করে রিসি টপলির বলে বোল্ড হয়ে গেলেন বিরাট। তিনি ওভার-বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা ভালোভাবে করেন। কিন্তু বড় রান পেলেন না। বিরাট কেন বড় রান পাচ্ছেন না, এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। অনেক প্রাক্তন ক্রিকেটারই বিরাটের পাশে দাঁড়িয়েছেন। আর হয়তো কখনও টি-২০ বিশ্বকাপে খেলবেন না বিরাট। কেরিয়ারের শেষ টি-২০ বিশ্বকাপে তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।
বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ
এদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারে বিরাটের উইকেট হারায় ভারত। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান ঋষভ পন্থ। ভারতের ইনিংসের ৮ ওভার হওয়ার পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে খেলা। ভারতের স্কোর ২ উইকেটে ৬৫। অধিনায়ক রোহিত শর্মা ২৬ বলে ৩৭ রান করে অপরাজিত। ৭ বলে ১৩ রান করে অপরাজিত সূর্যকুমার যাদব।
পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা
ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা বেজে ৪৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। তারপরেই জানা যাবে কখন ফের খেলা শুরু হবে। ২ দলের ক্রিকেটাররাই ম্যাচ শুরুর অপেক্ষায়। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল কিছুটা সমস্যায়। তবে দলকে ভরসা দিচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত ও তারকা ব্যাটার সূর্যকুমার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: 'মাথায় কিছু আছে?,' বল-বিকৃতির অভিযোগ নিয়ে ইনজামামকে পাল্টা তোপ রোহিতের
সেমিফাইনাল না খেলে সোজা ফাইনালে চলে যেতে পারে ভারত! দুর্ধর্ষ এই সমীকরণ সম্ভব কীভাবে, জানেন?