India Vs England: টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিং ভারতের

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের হারের অপেক্ষায় দুই প্রতিবেশী দেশ।

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য পিছিয়ে গেল ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষৎ প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা। ভারতের মতোই ইংল্যান্ড দলেও কোনও বদল হয়নি। ইংল্যান্ডের হয়ে খেলছেন- ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও রিসি টপলি।

সাম্প্রতিক রেকর্ড ভারতের বিপক্ষে

Latest Videos

টি-২০ বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। ২০২১ থেকে এখনও পর্যন্ত ৫ ম্যাচে হেরে গিয়েছে ভারত। সব ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছে ভারতীয় দল। এই রেকর্ড সমর্থকদের আশঙ্কিত করে তুলেছে। অন্যদিকে, পরে ব্যাটিং করার ক্ষেত্রে ইংল্যান্ডের রেকর্ড ভালো। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে হেরে যায় ইংল্যান্ড। কিন্তু ২০১০ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে নিউজিল্যান্ড এবং ২০২২ সালে ভারতের বিরুদ্ধে পরে ব্যাটিং করতে নেমে জয় পায় ইংল্যান্ড।

বড় স্কোরের লক্ষ্যে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে গেলেও, নিজেদের পিছিয়ে রাখতে নারাজ ভারতীয় দল। ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত ও বিরাট। বড় স্কোরই তাঁদের লক্ষ্য। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অর্ধশতরান করতে পারেননি বিরাট। গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: আউটফিল্ড ভেজা, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে টসে বিলম্ব

Rohit Sharma: 'মাথায় কিছু আছে?,' বল-বিকৃতির অভিযোগ নিয়ে ইনজামামকে পাল্টা তোপ রোহিতের

ICC Men's T20 World Cup 2024: আফগান স্বপ্নে ধাক্কা, 'চোকার্স' তকমা ঘুচিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের