Babar Azam: 'রোহিত-বিরাটকে দেখে চাপ নিয়ে খেলা শেখা উচিত বাবরের,' বার্তা রশিদ লতিফের

Published : Jun 06, 2024, 06:07 PM ISTUpdated : Jun 06, 2024, 06:48 PM IST
Virat-Kohli-to-Rohit-Sharma-10-cricketers-nickname

সংক্ষিপ্ত

রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বৃহস্পতিবার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমকে সতর্ক করে দিলেন রশিদ লতিফ। পাকিস্তানের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন বাবরকে। লতিফ বলেছেন, ‘৯ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচের দিকে এখন সবার নজর রয়েছে। বিশ্বকাপে পারফরম্যান্সের চেয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য বেশি চাপে থাকবে বাবর। চাপ নিয়ে কীভাবে খেলতে হয়, সেটা ওকে শিখতে হবে। বিরাট ও রোহিতের কাছ থেকে শেখা উচিত বাবরের। কীভাবে চাপ নিয়ে খেলতে হয় সেটা ওরা জানে। ব্যাটার হিসেবে বাবর অন্যতম সেরা। কিন্তু অধিনায়ক ও নেতা হিসেবে ওকে অনেককিছু শিখতে হবে।’

কুলদীপ যাদবের প্রশংসায় লতিফ

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে জায়গা পাননি কুলদীপ যাদব। তাঁর পরিবর্তে স্পিনার হিসেবে খেলেন অক্ষর প্যাটেল। তিনি উইকেটও পান। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ। তাঁর প্রশংসা করে লতিফ বলেছেন, ‘কুলদীপ যাদব এমন একজন ক্রিকেটার, যে সারা বিশ্বকাপে ফিট থাকলে ভারতের হয়ে বিপক্ষ দলের ব্যাটারদের সমস্যায় ফেলে দিতে পারে। ও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। ভারতীয় দলের সাফল্যের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কুলদীপ। পরিসংখ্যান ও ফর্মের বিচারে ৯ জুনের ম্যাচের আগে ভারতীয় দল সুবিধাজনক জায়গায় আছে।’

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ রেকর্ড ভারতের

ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। তবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত তকমা হারান বিরাট কোহলিরা। সেবার ১০ উইকেটে হেরে যায় ভারত। তবে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে বিরাটের অসাধারণ ইনিংসের সুবাদে জয় পায় ভারতীয় দল। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rahul Dravid: আয়ারল্যান্ডকে হারানোর পর নিউ ইয়র্কে বেসবল ম্যাচে রাহুল দ্রাবিড়

Rohit Sharma: ছাপিয়ে গেলেন ধোনিকে, টি-২০ ফর্ম্যাটে নতুন নজির রোহিতের

India Vs Ireland: ফর্মে হার্দিক-ঋষভ, আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম