Yuvraj Singh: টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নির্বাচিত যুবরাজ সিং

কয়েকদিন আগেই টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন অ্যাথলেটিক্স উসেইন বোল্ট। এবার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি যুবরাজ সিংকেও অ্যাম্বাসাডার করার কথা ঘোষণা করল আইসিসি।

Soumya Gangully | Published : Apr 26, 2024 10:31 AM IST / Updated: Apr 26 2024, 06:19 PM IST

এবারের টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম নায়ক এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মেরে অসাধারণ নজির গড়েন যুবরাজ। এবার তিনিই টি-২০ বিশ্বকাপের প্রচারে থাকছেন। ১ জুন শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারমূলক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন যুবরাজ। এবারের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী দেশ কানাডার মুখোমুখি হচ্ছে অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। টি-২০ বিশ্বকাপ চলবে ২৯ জুন পর্যন্ত। ফাইনাল ম্যাচ হবে বার্বাডোজে। এই টুর্নামেন্টে ২০টি দল খেলছে। ৯টি স্টেডিয়ামে মোট ৫৫টি ম্যাচ হবে।

টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার হয়ে খুশি যুবরাজ

টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার হওয়ার পর যুবরাজ বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে আমার কিছু সুখস্মৃতি আছে। ১ ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারার স্মৃতিও রয়েছে। এই কারণে এবারের টি-২০ বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। এবারের টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে বেশি দল যোগ দিচ্ছে। ক্রিকেট খেলার জন্য দারুণ জায়গা ওয়েস্ট ইন্ডিজ। দর্শকরা এমন পরিবেশ-পরিস্থিতি তৈরি করেন, যার সঙ্গে বিশ্বের অন্য কোনও জায়গার মিল নেই। মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে ক্রিকেট। টি-২০ বিশ্বকাপের মাধ্যমে ক্রিকেটের উন্নতির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি উত্তেজিত।’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজিত যুবরাজ

৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ সম্পর্কে যুবরাজ বলেছেন, ‘নিউ ইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ এ বছর বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াসূচি হতে চলেছে। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাব বলে আমি নিজেকে ধন্য মনে করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার উসেইন বোল্ট

Nandini Dairy: টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের স্পনসর নন্দিনী ডেয়ারি

T20I Record: ৩ ওভারে ০ রানে ৭ উইকেট! অনন্য রেকর্ড ইন্দোনেশিয়ার কিশোরীর

Read more Articles on
Share this article
click me!