সংক্ষিপ্ত
এবারের টি-২০ বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে কর্ণাটক মিল্ক ফেডারেশন। টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড দলের স্পনসর হল নন্দিনী ডেয়ারি ব্র্যান্ড।
এবারের টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড দলের স্পনসর হিসেবে দেখা যাবে কর্ণাটক মিল্ক ফেডারেশনের নন্দিনী ব্র্যান্ড। কর্ণাটক মিল্ক ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। আরও জানানো হয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এনার্জি ড্রিঙ্ক নন্দিনী স্প্ল্যাশ। কর্ণাটক মিল্ক ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর এম কে জগদীশ এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, এই খবর সত্যি। আমরা টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড দলের স্পনসর হচ্ছি। আমরা এনার্জি ড্রিঙ্কও বাজারজাত করতে চলেছি। এবারের টি-২০ বিশ্বকাপে আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে প্রচার করব। সারা বিশ্বে আমাদের এই এনার্জি ড্রিঙ্ক ছড়িয়ে দিতে চাই।’
১ জুন শুরু টি-২০ বিশ্বকাপ
দেশের মানুষ যখন আইপিএল, লোকসভা নির্বাচন নিয়ে মেতে আছেন, ঠিক সেই সময় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে। ১ জুন লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। সেদিনই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২৬ মে আইপিএল ফাইনাল। এর ৫ দিন পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে ২০টি দল খেলছে। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে। পরিকাঠামো নিয়ে সমস্যা থাকলেও, এবারের টি-২০ বিশ্বকাপ সফল করে তোলার চেষ্টা করছে আইসিসি।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত
এক দশকেরও বেশি সময় আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তার আগে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। এবার আইসিসি টুর্নামেন্টের খরা কাটাতে মরিয়া ভারত। চলতি মাসের শেষদিকে বা মে-র শুরুতে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: লড়াই করেও টার্গেট থেকে বহু দূরে দিল্লি, ৬৭ রানে জয় হায়দরাবাদের
MS Dhoni: বিশেষভাবে সক্ষম অনুরাগীর আঁকা ছবিতে অটোগ্রাফ, ফের মন জয় ধোনির, ভাইরাল ভিডিও
IPL 2024: রোহিত শর্মাকে পাঞ্জাব কিংসে চান? ভুয়ো খবর, দাবি প্রীতি জিন্টার