ICC Men's T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝেই আমেরিকায় বন্দুকবাজের হামলা, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন চলছে টি-২০ বিশ্বকাপ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেখানে আছেন। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তায় পুলিশ। এরই মধ্যে টেক্সাসের ঘটনায় উদ্বেগ বেড়ে গিয়েছে।

Soumya Gangully | Published : Jun 16, 2024 10:39 AM IST / Updated: Jun 16 2024, 04:55 PM IST

টি-২০ বিশ্বকাপের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। টেক্সাসের রাউন্ড রক অঞ্চলে একটি পার্কে উৎসব চলাকালীন বন্দুকবাজের হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬ জন জখম হয়েছেন। ২ জন শিশুও জখম হয়েছে বলে জানা গিয়েছে। রাউন্ড রক পুলিশের প্রধান অ্যালেন ব্যাঙ্কস জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১১টায় ওল্ড সেটলার্স পার্কে হামলা চালায় এক বন্দুকবাজ। সে হঠাৎ নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সেই সময় এই পার্কে জুনটিনথ ফেস্টিভ্যাল চলছিল। বহু মানুষ এই উৎসব উপলক্ষে পার্কে জড়ো হয়েছিলেন। হঠাৎ গুলি চলতে শুরু করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয়ে যায় ছোটাছুটি। এরই মধ্যে কয়েকজন গুলিতে গুরুতর জখম হন। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে আততায়ী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বন্দুকবাজের হামলা নিয়ে আতঙ্ক

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ম্যাচগুলি হওয়ার কথা ছিল, সেই সব ম্যাচ এখনও শেষ হয়নি। রবিবারই ফ্লোরিডায় পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ হওয়ার কথা। টেক্সাস প্রদেশের ডালাসেও টি-২০ বিশ্বকাপের ম্যাচ হয়েছে। ফলে সেই টেক্সাসেই বন্দুকবাজের হামলায় আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে দেখা গিয়েছিল, নিউ ইয়র্কে বিরাট কোহলির নিরাপত্তায় ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের নজর রয়েছে। তবে টেক্সাসের ঘটনায় অনেকেই আতঙ্কিত।

রবিবারই মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ টি-২০ বিশ্বকাপ

রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে। বাকি ম্যাচগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। ভারতীয় দল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে। সেখানেই সুপার এইট পর্যায়ের ম্যাচ খেলবেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। ওয়েস্ট ইন্ডিজে অবশ্য ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আবারও বন্দুকবাজের হামলার মুখোমুখি টেক্সাস, আহত কমপক্ষে ২১

আবারও বন্দুকবাজের হামলা ক্যালিফোর্নিয়ায়, পৃথক দুটি গুলি চালানোর ঘটনায় মৃত ৭

ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন