সংক্ষিপ্ত

গতবারের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। গতবারের মতোই এবারের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালেও ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল।

টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে হানা দিল বৃষ্টি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় পিছিয়ে গেল টস। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৭টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সময়ে টস করা সম্ভব হল না। ম্যাচ শুরু হওয়ার নির্দিষ্ট সময় রাত ৮টা। আউটফিল্ড শুকনো করে তোলা সম্ভব না হলে ম্যাচও পিছিয়ে যেতে পারে। এখনও পিচ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। ফলে কখন ম্যাচ শুরু করা যাবে, সেটা এখনই বলা সম্ভব নয়। পরিস্থিতির উপর নজর রাখছেন আম্পায়াররা। ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আম্পায়ারদের কথা বলতেও দেখা গিয়েছে।

গায়ানায় ফের বৃষ্টি

ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে ফের বৃষ্টি শুরু হয়। ফলে ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা ফের ধাক্কা খায়। তবে এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে। মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করে তোলার চেষ্টা শুরু করেছেন। তবে বারবার বৃষ্টি হওয়ায় মাঠ ম্যাচ শুরু করার উপযোগী করে তুলতে সময় লাগবে। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপরেই জানা যাবে কখন ম্যাচ শুরু হবে।

কেন রিজার্ভ ডে রাখল না আইসিসি?

এবারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজেও একাধিক ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। এমনকী, একাধিক ম্যাচ ভেস্তেও গিয়েছে। গ্রুপে ভারত-কানাডা ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। সুপার এইট পর্যায়ে ভারতের সব ম্যাচেই বৃষ্টির পূর্বাভাস ছিল। এরপর সেমি-ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস ছিল। তারপরেও দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখেনি আইসিসি। এই ম্যাচ ভেস্তে গেলে ভারতীয় দলই ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু তাহলে মাঠে খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা নেওয়া হবে না। ইংল্যান্ডকে ভালোভাবে হারিয়ে ফাইনালে পৌঁছনোই ভারতীয় দলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: 'মাথায় কিছু আছে?,' বল-বিকৃতির অভিযোগ নিয়ে ইনজামামকে পাল্টা তোপ রোহিতের

ICC Men's T20 World Cup 2024: আফগান স্বপ্নে ধাক্কা, 'চোকার্স' তকমা ঘুচিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

সেমিফাইনাল না খেলে সোজা ফাইনালে চলে যেতে পারে ভারত! দুর্ধর্ষ এই সমীকরণ সম্ভব কীভাবে, জানেন?