এবারের টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সুপার এইটের লড়াই শুরু করার আগে তরতাজা মেজাজে দেখা যাচ্ছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের।
ফ্লোরিডায় প্রাকৃতিক দুর্যোগের কারণে কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে বিশ্রাম পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে বিরাট কোহলি, রিঙ্কু সিংদের বিচ ভলিবল খেলতে দেখা গেল। বিসিসিআই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বার্বাডোজের সমুদ্র সৈকতে বিরাট, রিঙ্কু, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, ফিল্ডিং কোচ টি দিলীপরা বিচ ভলিবল খেলতে ব্যস্ত। বিরাটরা খালি গায়ে বালি মেখে বিচ ভলিবল উপভোগ করলেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতগুলির প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। বার্বাডোজের সমুদ্র সৈকতও এর ব্যতিক্রম নয়। সেখানেই বিচ ভলিবল খেলে দলগত সংহতি বৃদ্ধির চেষ্টা করলেন ভারতীয় ক্রিকেটাররা।
টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-র শীর্ষে থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। ফলে আত্মবিশ্বাসী হয়েই সুপার এইট পর্যায়ের ম্যাচ খেলতে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। সুপার এইটে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। সুপার এইট পর্যায়ে ২টি গ্রুপ থেকে সেরা ২ দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ফলে ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছবে বলে আশায় সমর্থকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ কঠিন হলেও, এই ম্যাচেও জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন বিরাটরা।
আইসিসি ট্রফির লক্ষ্যে টিম ইন্ডিয়া
২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার এই ট্রফির খরা কাটাতে মরিয়া বিরাটরা। ভালো পারফরম্যান্স বজায় রাখাই তাঁদের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC Men's T20 World Cup: সুপার এইটে কবে, কাদের বিরুদ্ধে ম্যাচ ভারতের?
Bangladesh Vs Nepal: নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ, ভারতের সঙ্গে ম্যাচ কবে?
India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?