ICC ODI Rankings: বিশ্বকাপের পর কোনও ম্যাচ না খেলেই ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম

আইসিসি র‍্যাঙ্কিংয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গেল। ওডিআই বিশ্বকাপের পর ভালো পারফরম্যান্স তো দূরের কথা, কোনও ম্যাচ না খেলেই বাবর আজমের উন্নতিই প্রশ্ন তুলে দিয়েছে।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের পদ্ধতি কী? সাম্প্রতি পারফরম্যান্স কি বিচার্য নয়? সাম্প্রতিক র‍্যাঙ্কিং এই প্রশ্নই তুলে দিচ্ছে। পারফরম্যান্সের বিচার করলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের পক্ষে শীর্ষে থাকা সম্ভব নয়। কারণ, ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। ওডিআই বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ৫০ ওভারের কোনও ম্যাচ খেলেননি বাবর। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজেও তাঁর পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। অথচ ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে ফের আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন বাবর। অন্যদিকে, ২০২২ সালের শেষদিক থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাওয়া শুবমান গিল দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮১০। ওডিআই বিশ্বকাপের পর বিশ্রামে আছেন শুবমান। কিন্তু তাঁর যা পারফরম্যান্স, তাতে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর কথা নয়।

অবস্থান ধরে রেখেছেন বিরাট-রোহিত

Latest Videos

শুবমান দ্বিতীয় স্থানে নেমে গেলেও, আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন বিরাট। ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রোহিত। প্রথম ১০ জন ব্যাটারের মধ্যে আর কোনও ভারতীয় নেই।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাবরের পতন

ওডিআই র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করতে পারলেও, টেস্টে বাবরের জারিজুরি খাটছে না। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ২১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এই ম্যাচে ৩৬০ রানে হেরে গিয়েছে পাকিস্তান। এরপর ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমে গিয়েছেন বাবর। ৮৬৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে কেন উইলিয়ামসন। ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রোহিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: বিফলে রাহুল-সুদর্শনের লড়াই, দ্বিতীয় ওডিআই ম্যাচে হার ভারতের

Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালে কীভাবে হেরে গেল ভারত? এখনও কারণ খুঁজছেন রোহিত

Mohammad Shami: আর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বকাপের সেরা বোলারকে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC