
মঙ্গলবার দুবাইয়ের কোকা কোলা এরিনায় আইপিএল-এর নিলামে সবচেয়ে বেশি নজর কেড়ে নিলেন ফাস্ট বোলার-অলরাউন্ডার এবং এথনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পাওয়া খেলোয়াড়রা। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭২ জন ক্রিকেটারকে দলে নেওয়া হল। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। তিনি ২৪.৭৫ কোটি টাকা দর পেলেন। কে এস ভরত, চেতন সাকারিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শারফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব-উর-রহমান, গাস অ্যাটকিনসন, শাকিব হুসেনকেও দলে নিল কেকেআর। নিলামের বাইরেও কয়েকজন ক্রিকেটারকে দলে নিতে পারে কেকেআর।
চেন্নাই সুপার কিংসে রাচিন রবীন্দ্র
আইপিএল-এর নিলামে রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান ও অবিনাশ রাও আরাভেল্লিকে দলে নিয়েছে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
চমকহীন দল মুম্বই ইন্ডিয়ানসের
মঙ্গলবার আইপিএল নিলামে জেরাল্ড কোটজি, দিলশান মদুশনাকা, শ্রেয়াস গোপাল, নুয়ান তুষারা, নমন ধীর, অনশুল কাম্বোজ, মহম্মদ নবি ও শিবালিক শর্মাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী দল
আইপিএল নিলামে হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্র, রাসিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ ও স্বস্তিক ছিকারাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বিপুল দর পেলেন যশ দয়াল
আইপিএল নিলামে হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোশেফ, যশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং ও সৌরভ চৌহানকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সানরাইজার্স হায়দরাবাদে কামিন্স-হেড
২০.৫০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেডকেও দলে নিয়েছে হায়দরাবাদ। ওয়ানিন্দু হাসারঙ্গা, জয়দেব উনাদকাট, আকাশ সিং ও যথাবেধ সুব্রহ্মণ্যমকে দলে নিয়েছে হায়দরাবাদ।
ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গুজরাট টাইটানস
আইপিএল নিলামে আজমাতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুতার, স্পেন্সার জনসন ও রবিন মিনজকে দলে নিল গুজরাট টাইটানস।
পাঞ্জাব কিংসে হর্ষল প্যাটেল
বিপুল অর্থ দিয়ে পেসার হর্ষল প্যাটেলকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া বিধওয়াত কাবেরাপ্পা, শিবম সিং, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয় ত্যাগরাজন, প্রিন্স চৌধুরী ও রিলি রসুউকে দলে নিয়েছে পাঞ্জাব।
রাজস্থান রয়্যালসে রভম্যান পাওয়েল
আইপিএল নিলামে রভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুস্তাক ও নান্দ্রে বার্গারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
লখনউয়ে ডেভিড উইলি
আইপিএল নিলামে শিবম মাভি, আর্শিন কুলকার্ণি, এম সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি ও মহম্মদ আর্শাদ খানকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Auction: আইপিএল নিলামের পর কোথায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স?
Kumar Kushagra: ৭.২০ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি, কে এই তরুণ কুমার কুশাগ্র?
IPL 2024 Auction: আইপিএল-এর নিলামে বিপুল দর, নজর কাড়লেন অনামী সমীর রিজভি, সুশান্ত মিশ্ররা