'আমাকে সরিয়ে দেবে কি না বিসিসিআই ঠিক করুক,' হারের পর স্পষ্ট বার্তা গম্ভীরের

Published : Nov 26, 2025, 03:46 PM ISTUpdated : Nov 26, 2025, 03:53 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

India vs South Africa: ২৫ বছর পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গেল ভারতীয় দল। বুধবার গুয়াহাটি টেস্টে (Guwahati Test) ৪০৮ রানে হারের পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বরখাস্ত করার দাবি জোরালো হচ্ছে।

DID YOU KNOW ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল। ফলে ফাইনালে পৌঁছনো কঠিন।

Gautam Gambhir: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের টানা ব্যর্থতার দায় নিয়ে নিজে থেকে পদত্যাগ করছেন না প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে বিসিসিআই (BCCI) যদি তাঁকে সরিয়ে দেয়, তাহলে সরে যেতে রাজি। বুধবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল ৪০৮ রানে হেরে ০-২ ফলে সিরিজ হেরে গেল। এরপর সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেছেন, ‘বিসিসিআই কী করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিক। আমি ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে বলেছিলাম, আমি গুরুত্বপূর্ণ নই, ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ। আমি এখন এখানে বসে সেই একই কথা বলছি।’

সমালোচকদের জবাব গম্ভীরের

দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যর্থতার জন্য অনেকেই গম্ভীরকে দায়ী করছেন। ভারতীয় দলের প্রধান কোচের তীব্র সমালোচনা চলছে। সমালোচকদের উদ্দেশ্যে গম্ভীর পাল্টা বলেছেন, ‘মানুষ সব ভুলে যায়। আমিই সেই ব্যক্তি যে তরুণ খেলোয়াড়দের নিয়ে ইংল্যান্ডে (England) সাফল্য পেয়েছি। আপনারা খুব তাড়াতাড়ি সব ভুলে যাবেন। অনেকেই নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের হারের কথা বলেন। কিন্তু আমিই সেই ব্যক্তি যার অধীনে আমরা চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) ও এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছি। এই দলের অভিজ্ঞতা কম। আমি আগেও বলেছি, ওদের অনেককিছু শিখতে হবে। ওরা সাফল্য পাওয়ার লক্ষ্যে সাধ্যমতো সবকিছু করছে।’

গম্ভীরের কোচিংয়ে পরপর হার ভারতের

গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেলেও, টেস্টে খুব খারাপ পারফরম্যান্স দেখাচ্ছে দল। দেশের মাটিতে গত সাতটি টেস্ট ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে গিয়েছে ভারত। সবমিলিয়ে গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১০টিতেই হেরে গিয়েছে ভারতীয় দল। এই ধরনের ব্যর্থতায় সমালোচনা হবেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
গৌতম গম্ভীরের কোচিংয়ে ১০ টেস্টে হার ভারতের।
গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর ভারতীয় দল এখনও পর্যন্ত ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১০ ম্যাচে হেরে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা