ভারতীয় ক্রিকেটাররা সবাই এখন আইপিএল-এ খেলতে ব্যস্ত। তবে এরই মধ্যে কয়েকটি দল দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। ফলে আইসিসি র্যাঙ্কিংয়ে ওঠা-পড়া চলছে। কয়েকজন ভারতীয় ক্রিকেটার উন্নতি করেছেন।
আইসিসি র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গেলেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে চতুর্থ স্থানে শুবমান। প্রথম ১০ জন ব্যাটারের মধ্যে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। একধাপ উন্নতি করে ৭ নম্বরে বিরাট। রোহিতের অবস্থান বদলায়নি। তিনি ৮ নম্বরেই আছেন। শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বোলারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে আছেন পেসার মহম্মদ সিরাজ। ৩ নম্বরে আছেন এই ভারতীয় পেসার। তাঁর আগে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ও নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারদের তালিকায় ১৬ ধাপ উন্নতি করে ৩২ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম। ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ উন্নতি করে ৪১ নম্বরে মার্করাম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্সের সুবাদেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মার্করামের। নেদারল্যান্ডসকে হারিয়ে ওডিআই বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার কাছাকাছি পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অন্যান্য ক্রিকেটারদের মধ্যে ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। তিনি ২ ধাপ উন্নতি করে এখন ৬৯ নম্বরে। নিকোলসের সতীর্থ উইল ইয়াং ৬০ ধাপ উন্নতি করে কেরিয়ারের সেরা অবস্থান ১৪৩ নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদেই উন্নতি করেছেন ইয়াং। বোলারদের তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনি ৫ ধাপ উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা ৩৫ ধাপ উন্নতি করে কেরিয়ারের সেরা অবস্থান ১৬৫ নম্বরে উঠে এসেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ ম্যাচে ৮ উইকেট নেন মাগালা। এর মধ্যে প্রথমবার ওডিআই ম্যাচে ৫ উইকেটও ছিল। এর ফলেই উন্নতি করতে পেরেছেন তিনি।
টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষেই আছেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানেই আছেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস একধাপ উন্নতি করে ২১ নম্বরে উঠে এসেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা অবস্থান। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলও ২১ নম্বরে আছেন। ২৬ নম্বর অবস্থান থেকে ৫ ধাপ উন্নতি করেছেন মিচেল। এটা তাঁরও কেরিয়ারের সেরা অবস্থান। এর আগে ২৫ নম্বর তাঁর সেরা র্যাঙ্কিং ছিল। শ্রীলঙ্কার কারিয়াওয়াসা আসালাঙ্কা ১২ ধাপ উন্নতি করে ২৩ নম্বরে উঠে এসেছেন। স্কটল্যান্ডের জর্জ মানসিও ২৩ নম্বরে। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে ১০ নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকসানা। বাংলাদেশের তাসকিন আহমেদ ৩ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে।
আরও পড়ুন-
মাঠে স্পিনের জাদু চাহালের, বাইরে গ্ল্যামারের ঝলক স্ত্রীর
বৃহস্পতিবার ইডেনে আরসিবি-র বিরুদ্ধে লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর