IPL 2023: বৃহস্পতিবার ইডেনে আরসিবি-র বিরুদ্ধে লড়াই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর

চোটের জন্য এবারের আইপিএল-এ অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসানও এবারের আইপিএল-এ খেলতে পারছেন না।

Web Desk - ANB | Published : Apr 5, 2023 10:54 AM IST / Updated: Apr 05 2023, 05:02 PM IST

প্রথম ম্যাচে হার, চোটের জন্য অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ছিটকে যাওয়া, শাকিব আল-হাসানের অব্যাহতি নেওয়া, সবমিলিয়ে আইপিএল-এর শুরুতেই চাপে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে চলতি মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নীতীশ রানার দল। এই ম্যাচের আগে শাকিবের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে হেরে গিয়েছে কেকেআর। অন্যদিকে, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়ে দিয়েছে আরসিবি। ফলে বৃহস্পতিবার কেকেআর-এর লড়াই সহজ হবে না। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরা প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের থামানোই বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের লক্ষ্য থাকবে। অন্যদিকে, বড় স্কোর করতে হবে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের।

প্রথম ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি নীতীশ। তিনি অধিনায়ক হিসেবেও দক্ষতার পরিচয় দিতে পারেননি। ফলে বৃহস্পতিবার তাঁর বড় পরীক্ষা। সারা আইপিএল-এই তাঁকে অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন করা খুব একটা সহজ হবে না। নীতীশকে যেমন ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাতে হবে, তেমনই দলকেও ভালোভাবে পরিচালনা করতে হবে।

৪ বছর পর ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর। ২০১৯ সালের ২৮ এপ্রিল শেষবার ইডেনে খেলেছিল কেকেআর। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে ৩৪ রানে হারিয়ে দেয় কেকেআর। ১,৪৩৮ দিন পর ইডেনে দলের ম্যাচ উপলক্ষে হাজির থাকতে পারেন কর্ণধার শাহরুখ খান। আইপিএল-এর প্রথম মরসুম থেকেই কেকেআর-এর অন্যতম আকর্ষণ বলিউড বাদশা। দর্শকরা তাঁকে দেখার অপেক্ষায় থাকেন। গ্যালারি থেকে দর্শকদের উদ্দেেশ্যে হাত নাড়েন শাহরুখ। তাতে উদ্বেল হয়ে ওঠে গ্যালারি। বৃহস্পতিবারও ইডেনে সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে।

বৃহস্পতিবার টপ অর্ডারের পারফরম্যান্স ভালো না হলে সমস্যায় পড়ে যেতে পারে কেকেআর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ওপেনার মনদীপ সিং। অপর ওপেনার রহমানউল্লা গুরবাজও বড় রান পাননি। মাত্র ৪ রান করেই আউট হয়ে যান অনুকূল রায়। রিঙ্কুও ৪ রান করেন। রাসেল অবশ্য যথারীতি ভালো পারফরম্যান্স দেখান। তিনি দ্বিতীয় ম্যাচেও দলের ভরসা। নারিনকেও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। বোলিং বিভাগে টিম সাউদি, উমেশ যাদব, শার্দুল ঠাকুরকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

২.৮ কোটি টাকা দিয়ে শাকিবের পরিবর্তে জেসন রয়কে নিল কেকেআর

বুধবার আইপিএল-এ জমজমাট লড়াই, রাজস্থান রয়্যালসের সামনে পাঞ্জাব কিংস

দুর্ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে, দলের হার দেখলেন ঋষভ পন্থ

Read more Articles on
Share this article
click me!