আইসিসি র‍্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষেই অশ্বিন, পয়েন্টের ব্য়বধান কমালেন অ্যান্ডারসন

Published : Mar 08, 2023, 07:36 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থ রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তাঁর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। অশ্বিনের রেটিং ৮৫৯। অ্যান্ডারসনের রেটিংও ৮৫৯। আইসিসি-র ওয়েবসাইট অনুযায়ী এখনও শীর্ষেই আছেন অশ্বিন। দ্বিতীয় স্থানে অ্যান্ডারসন। ইন্দোর টেস্ট ম্যাচে খারাপ পারফরম্যান্স দেখাননি অশ্বিন। কিন্তু নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, ইন্দোরে সেই তুলনায় কিছুটা খারাপ বোলিং করেন এই অফস্পিনার। এর ফলে তিনি অ্যান্ডারসনের চেয়ে এগিয়ে থাকতে পারলেন না। গত সপ্তাহেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে পৌঁছে যান অশ্বিন। শীর্ষস্থান ধরে রাখলেন তিনি। প্রথম ১০ জন বোলারের মধ্যে অশ্বিনের পাশাপাশি আছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। তবে এক ধাপ নেমে ৬ নম্বরে বুমরা। তাঁর রেটিং ৭৮৭। ৫ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। জাদেজা আছেন ৮ নম্বরে। তাঁর রেটিং ৭৭২।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা। তাঁর রেটিং ৪৪৫। জাদেজার ধারেকাছে আর কেউ নেই। ৩৬৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন। তৃতীয় স্থানে বাংলাদেশের তারকা শাকিব আল-হাসান। তাঁর রেটিং ৩২৯। ৫ নম্বরে ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর রেটিং ২৮২। ব্যাটারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে মাত্র একজন ভারতীয় আছেন। ৭৭৩ রেটিং নিয়ে ৮ নম্বরে ঋষভ পন্থ।

বোলারদের তালিকায় অশ্বিন ও অ্যান্ডারসনের কাছাকাছি আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর রেটিং ৮৪৯। মা গুরুতর অসুস্থ থাকায় ইন্দোর টেস্ট ম্যাচে খেলতে পারেননি কামিন্স। আমেদাবাদেও খেলতে পারবেন না তিনি। ফলে অশ্বিন ও অ্যান্ডারসনের চেয়ে পিছিয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। তাঁর রেটিং ৮০৭। ইন্দোর টেস্ট ম্যাচে দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন। তাঁর রেটিং ৭৬৯।

ব্যাটারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর রেটিং ৯১৯। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের রেটিং ৮৭৩। ৩ নম্বরে ইংল্যান্ডের জো রুট। তাঁর রেটিং ৮৭১। চতুর্থ স্থানে থাকা বাবর আজমের রেটিং ৮৬২। ৫ নম্বরে ট্রেভিস হেড। তাঁর পয়েন্ট ৮৪৩। দিল্লি ও ইন্দোরে ভালো পারফরম্যান্স দেখানো উসমান খাজা আছেন ৯ নম্বরে। তাঁর রেটিং ৭৫৭।

আরও পড়ুন-

আন্তর্জাতিক নারী দিবসে কন্যাসন্তানের বাবা হলেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব

টপ অর্ডার ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে, বার্তা রোহিত শর্মার

Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার