সংক্ষিপ্ত
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এখনও পর্যন্ত কোনও ম্যাচই ৫ দিনে গড়ায়নি। প্রতিটি ম্যাচই তৃতীয় দিনে শেষ হয়ে গিয়েছে। আমেদাবাদে সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগে আলোচনায় পিচ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের কোনও ইনিংসেই ভারতীয় দলের টপ অর্ডার বড় রান পায়নি। নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন কে এল রাহুল। ইন্দোরে তৃতীয় ম্যাচে রাহুলের বদলে খেলার সুযোগ পান শুবমান গিল। কিন্তু রাহুল বা শুবমান বড় রান পাননি। এই পরিস্থিতিতে আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের আগে ভারতের অধিনায়কের বার্তা, 'এই ধরনের উইকেটে খেলতে হলে বোলারদের চেয়ে একটু এগিয়ে থাকতে হয়। বোলার কিছু করার আগেই ব্যাটার যেটা করতে চায় সেটা করার জন্য তৈরি থাকতে হয়। এই মানসিকতা নিয়েই খেলতে হবে। আমি শুধু নিজের কথা বলছি। অন্য় কারও কথা বলছি না। আমি এভাবেই ব্যাটিং করি। আমি কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি, সে ব্যাপারে পুরোটা বলতে পারব না। কারণ, সেটা বলা ঠিক হবে না। আমি এই সিরিজে কীভাবে ব্যাটিং করতে চাই, নাগপুরে তার আভাস পাওয়া গিয়েছে। এই সিরিজের আগে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলি। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে আমি শতরান করেছিলাম। সেই ম্যাচে পিচ স্পিনারদের কিছুটা সাহায্য করছিল।'
নাগপুর টেস্ট ম্যাচে শতরান করেন রোহিত। তিনি এখনও পর্যন্ত এই সিরিজে ২০৭ করে ভারতীয় দলের সর্বাধিক স্কোরার। বিরাট কোহলি এই সিরিজে এখনও পর্যন্ত ১১১ রান করেছেন। চেতেশ্বর পূজারা করেছেন ৯৮ রান। আমেদাবাদে বড় রান করাই ভারতের অধিনায়কের লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিজের দক্ষতা প্রয়োগ করার চেষ্টা করি। আমি যেটা ভালোভাবে করতে পারি, সেটা করারই চেষ্টা করি। এভাবেই আমি ব্যাটিং করি। নিজের শক্তির সঙ্গে মানিয়ে নিতে হয়ে। সেটা অন্যদের চেয়ে আলাদা হয়। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি। আমার যেটা শক্তি এবং যেটা করলে সবচেয়ে ভালো হবে সেটাই করি। এভাবেই আমি খেলে যাচ্ছি। পিচ কতটা কঠিন, বল কতটা ঘুরছে, বল কীভাবে সিম করছে, সেসব বিবেচনা করতে হয়। যে পরিস্থিতিই থাকুক না কেন, আমাদের তো খেলতেই হবে। পিচের আচরণ যেমনই হোক না কেন, আমাদের খেলতেই হবে এবং রান করার উপায় খুঁজে বের করতে হবে। আমরা সে কথাই আলোচনা করছি।’
আমেদাবাদ টেস্ট ম্যাচ জিততে হলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে বড় রান করতেই হবে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব রোহিতেরই। তিনি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করতে চান।
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভরতের বদলে খেলার সুযোগ পেতে পারেন ঈশান কিষান
আন্তর্জাতিক নারী দিবসে কন্যাসন্তানের বাবা হলেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব
বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর