ICC Rankings: অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ওডিআই বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। এশিয়া কাপ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় পেলেন কে এল রাহুল, শুবমান গিলরা।

ওডিআই বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে জয় পাওয়ার পরেই ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারত। টেস্ট, টি-২০ র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ভারত। ফলে এখন ক্রিকেট দুনিয়ায় ভারতের রাজত্ব চলছে। কিছুদিন আগেই ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। তবে বাবর আজমদের শীর্ষস্থান থেকে সরিয়ে দিলেন কে এল রাহুল, শুবমান গিলরা। এখন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১১৬। সেখানে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং ১১৫। ১১১ রেটিং নিয়ে ৩ নম্বরে অস্ট্রেলিয়া। ৪ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১০৬। ১০৫ রেটিং নিয়ে ৫ নম্বরে ইংল্যান্ড। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০০। ৯৪ রেটিং নিয়ে ৭ নম্বরে বাংলাদেশ। ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯২। ৯ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং ৮০। এবারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও, ৬৮ রেটিং নিয়ে ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ রেটিং নিয়ে ১১ নম্বরে জিম্বাবোয়ে। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বের যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস ৩৭ রেটিং নিয়ে ১৪ নম্বরে।

এবারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সুপার ফোর পর্যায়ের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জয় পায় ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে দেওয়ার পর ১০ উইকেটে জয় পায় ভারত। এই পারফরম্যান্সের সুবাদেই ওডিআই র‍্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে গেল ভারত। ওডিআই বিশ্বকাপের আগে শীর্ষস্থান ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে অন্তত ২-১ ফলে জয় পেতে হবে ভারতীয় দলকে। রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে জয় পেলেই সিরিজের দখল নেবে ভারত। একইসঙ্গে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে যাবে।

Latest Videos

এবারের এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর সুপার ফোর পর্যায়ের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরে যায় পাকিস্তান। তার ফলেই ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াতে হল। অস্ট্রেলিয়ার পক্ষে ওডিআই বিশ্বকাপের আগে শীর্ষে পৌঁছে যাওয়া সম্ভব নয়। তবে প্যাট কামিন্সরা যদি ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ২ ম্যাচে জয় পান, তাহলে ফের শীর্ষে পৌঁছে যাবে পাকিস্তান।

আরও পড়ুন-

India Vs Australia: শুবমান-রুতুরাজের দুরন্ত ব্যাটিং, মোহালিতে সহজ জয় ভারতের

ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? জানিয়ে দিল আইসিসি

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামাথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র