সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া না খেললেও কোনও সমস্যা হল না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজেই ৫ উইকেটে জয় পেল ভারতীয় দল। এই জয়ে সবচেয়ে বড় অবদান থাকল মহম্মদ সামি, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড় ও অধিনায়ক কে এল রাহুলের। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাহুল। ব্যাটিং করতে নেমে ২৭৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই সেই রান টপকে যায় ভারত। এই সিরিজে আরও ২টি ম্যাচ বাকি। সেই ম্যাচগুলিতেও জয়ই লক্ষ্য ভারতের। ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই কারণেই এই সিরিজে দলের শক্তি ও দুর্বলতা বুঝে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে ভারতের রণকৌশল যেমন কাজে লেগেছে, তেমনই দলগত পারফরম্যান্সও ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান ডেভিড ওয়ার্নার (৫২), স্টিভ স্মিথ (৪১), মার্নাস লাবুশেন (৩৯), ক্যামেরন গ্রিন (৩১), জশ ইনগ্লিস (৪৫), মার্কাস স্টোইনিস (২৯) ও প্যাট কামিন্স (২১)। ভারতের হয়ে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন মহম্মদ সামি। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৫০ ওভারে ২৭৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। 

রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন রুতুরাজ ও শুবমান। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪২ রান। রুতুরাজ করেন ৭১ রান। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। শুবমান করেন ৭৪ রান। তিনি ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। চোট সারিয়ে দলে ফিরে রান পেলেন না শ্রেয়াস আইয়ার। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান শ্রেয়াস। ৫৮ রান করে অপরাজিত থাকেন রাহুল। ১৮ রান করেন ঈশান কিষান। দীর্ঘদিন পর ওডিআই ফর্ম্যাটে অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। তিনি করেন ৫০ রান। ৩ রান করে অপরাজিত থাকেন জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন জাম্পা। ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন কামিন্স। ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন শন অ্যাবট। 

রবিবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত।

আরও পড়ুন-

ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? জানিয়ে দিল আইসিসি

Pakistan Cricket Team: ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, চোটের জন্য বাদ নাসিম শাহ

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের