Cricket WC 2023: মুক্তি পেল ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গান, দেখে নিন ভিডিও

Published : Sep 20, 2023, 01:25 PM ISTUpdated : Sep 21, 2023, 05:15 PM IST
icc mens world cup

সংক্ষিপ্ত

ওয়ান ডে এক্সপ্রেসে চড়ে তৈরি আইসিসি ওয়ার্ল্ডকাপের মিউজিক। ক্রিকেট উৎসব উদযাপনের জন্য তৈরি ভক্তরা।

ওয়ান ডে এক্সপ্রেসে চড়ে তৈরি আইসিসি ওয়ার্ল্ডকাপের মিউজিক। ক্রিকেট উৎসব উদযাপনের জন্য তৈরি ভক্তরা। সেই উৎসাহকে আরও কয়েকগুল বাড়িয়ে দিয়ে মুক্তি পেল 'দিল জসন বলে'। গানটি প্রকাশ্যে আসতেই দারুণ ভাইরাল হতে শুরু করেছে। ২০ সেপ্টেম্বর নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) থেকে এই গানের ভিডিও পোস্ট করেছে আইসিসি। বিশ্বকাপের আগে এই গান আরও একবার ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর অ্যানথিম ইতিমধ্যেই মন কেড়েছে ক্রিকেট প্রেমীদের। গানটিতে কথা দিয়েছেন স্লোক লাল এবং সাভেরি বর্মা। সুর দিয়েছেন প্রিতম। কণ্ঠশিল্পী প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশ, চরণ। গান্টির র‍্যাপ লিখেছেন চরণ।

রইল সেই গানের ভিডিও -

 

 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?