Kuldeep Yadav: ওডিআই বিশ্বকাপের আগে কুলদীপকে আগলে রাখতে চায় দল, জানালেন রোহিত

Published : Sep 19, 2023, 06:00 AM IST
Kuldeep Yadav

সংক্ষিপ্ত

৮ অক্টোবর ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই সিরিজ খেলবে ভারত।

সোমবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। প্রথম দুই ম্যাচ এবং তৃতীয় ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করা হয়েছে। প্রথম ২ ম্যাচের দলে রাখা হয়নি চায়নাম্যান কুলদীপ যাদবকে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ। তিনিই এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ওডিআই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজই ভারতীয় দলের শেষ সিরিজ। সেই সিরিজে কেন কুলদীপকে খেলানো হচ্ছে না? ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানালেন, ‘কুলদীপ ছন্দে বোলিং করে। সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেক ভেবেচিন্তেই ওকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। ও ভালো বোলিং করছে। আমরা গত এক-দেড় বছর ধরে ওর বোলিং দেখছি। সেই কারণেই আমরা ওকে আগলে রাখতে চাইছি। ওর বোলিং যাতে অন্য দলগুলি বুঝতে না পারে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।' 

কুলদীপ সম্পর্কে রোহিত আরও বলেছেন, 'শেষ ম্য়াচে ও দলে ফিরবে। আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। আমাদের জন্য যে সিদ্ধান্তটি সবচেয়ে ভালো বলে মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নিয়েছি। ওকে প্রথম ২ ম্যাচে খেলানো হবে না। শেষ ম্যাচে ও খেলবে। আমরা ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলব। ফলে আশা করি কুলদীপ বোলিংয়ের ছন্দ ফিরে পাবে। ওর কোনও সমস্যা হবে না।' 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দল সম্পর্কে রোহিত আরও বলেছেন, '(প্রধান নির্বাচক) অজিত (আগরকর) যেমন বলেছেন, আমাদের সব খেলোয়াড়কেই সুযোগ দিতে হত। বিশেষ করে যারা এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং বিশ্বকাপের দলে আছে, তাদের সুযোগ দিতেই হত। সেই কারণেই এই দল বাছাই করা হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- কে এল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় ম্যাচের দলে রাখা হয়েছে- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামিকে।

আরও পড়ুন-

India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রামে রোহিত-বিরাট-হার্দিক

Ravichandran Ashwin: ওডিআই বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের ভাবনায় অশ্বিন?

Rohit Sharma : দ্রুত ফিট হয়ে উঠছেন শ্রেয়াস আইয়ার, জানালেন রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড