T-20 Cricket World Cup: আমেরিকার বিরুদ্ধে কেমন দল সাজাচ্ছে ভারত? সম্ভাব্য প্রথম একাদশ

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর এবার সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে, আমেরিকার বিরুদ্ধে নামছেন রোহিতরা (Rohit Sharma)। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? 

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর এবার সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে, আমেরিকার বিরুদ্ধে নামছেন রোহিতরা (Rohit Sharma)। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? পরপর দুই ম্যাচে জয়ের পর কি দলের রিজার্ভ বেঞ্চকে একবার দেখে নিতে চাইবেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে বেশ ভালো ক্রিকেটই উপহার দেন কোহলিরা (Virat Kohli)। তারপর রবিবার, পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে কম রান করেও জয় পায় ভারত (Indian Cricket Team)। কার্যত, বোলিং বিভাগের দাপটে রীতিমতো নাস্তানাবুদ হয় পাক ক্রিকেট দল। এমনিতেই নিউ ইয়র্কের (New York) নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক চলছেই।

Latest Videos

রান কম উঠছে এই উইকেটে। তবে অনেকের মতে আবার, ক্রিকেট তো বল এবং ব্যাটের লড়াই। তাই সবসময় ব্যাটাররাই সুবিধা পাবেন, এ তো হতে পারে না। তাই বোলারদেরও দাপট দেখানোর সুযোগ থাকছে এই পিচে। যদিও গত ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইতে ৬ রানে পাকিস্তানকে হারায় ভারত। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গোটা দলের বোলিং পারফরম্যান্স নেহাৎ খারাপ ছিল না। মাত্র ১১৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

তবে ব্যাটিং-এর শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে ভারতীয় বোলারদের দাপটে খেলা থেকে হারিয়ে যায় পাকিস্তান। শেষ অবধি তারা পরাজিত হয় ৬ রানে। কিন্তু ভারতীয় দলের হয়ে ঋষভ পন্থ (Rishabh Pant) বেশ ভালো ব্যাটিং করেন। তাঁর ৩১ বলে ৪২ রানের ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দলের জন্য।

আর এবার সামনে আমেরিকা (USA)। বুধবার, ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচে ভারতের প্রথম একাদশ ঠিক কিরকম হতে পারে। যেহেতু আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচে জয় পেয়ে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে গেছে ভারত, তাই এই ম্যাচে ডাগ আউটে বসে থাকা খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের সামনে। নাকি পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে একই দল নামতে চলেছে আজকের ম্যাচে? চলুন দেখে নেওয়া যাক, ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

তবে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং কুলদীপ যাদবেরও (Kuldeep Yadav) প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুনঃ

একসময় খেলেছেন ভারতীয় দলের জার্সি গায়ে, আজ সেই সৌরভই আমেরিকার নয়নের মণি! চেনেন তাঁকে?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |