IND vs NZ 2nd T20: টসে জিতে করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। উল্লেখ্য, নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৪৮ রানে জয় ছিনিয়ে নেয়। যে ম্যাচে, অভিষেক শর্মা ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। 

IND vs NZ 2nd T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার, রায়পুরে অনুষ্ঠিত হতে চলছে (ind vs nz t20 series)। প্রথম ম্যাচে জিতে, আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই টস হয়ে গেছে (ind vs nz t20 2026)। 

টসে জিতে বোলিং ভারতের

Scroll to load tweet…

টসে জিতে করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। উল্লেখ্য, নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৪৮ রানে জয় ছিনিয়ে নেয়। যে ম্যাচে, অভিষেক শর্মা ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। শেষদিকে নেমে, রিঙ্কু সিংও বেশ ভালো খেলেন। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে, নিউজিল্যান্ড ১৯০ রানে পরাজিত হয়।

এবার দুই দল মুখোমুখি হচ্ছে দ্বিতীয় টি-২০ ম্যাচে। সবথেকে বড় বিষয়, আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরুর আগে এটি শেষ সিরিজ। তাই স্বাভাবিকভাবেই, জিততে চাইবে টিম ইন্ডিয়া। তাছাড়া একদিনের সিরিজে পরাজয় এমনিতেই চাপে রেখেছে ভারতকে। তবে প্রথম ম্যাচে জিতে, আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া। তবে অক্ষর প্যাটেল এবং যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে এসেছেন হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী

নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফাউলকস, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।