T-20 Cricket World Cup 2024: পরপর দুই ম্যাচে হার, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T-20 Cricket World Cup 2024) থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর, কোনও মিরাক্কেল না ঘটলে কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত পাক দলের।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T-20 Cricket World Cup 2024) থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত। ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর, কোনও মিরাক্কেল না ঘটলে কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত পাক দলের।

উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার (USA) কাছে হারে পাকিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে সুপার ওভারে পরাজিত হন বাবর আজমরা। কিন্তু তারপরেও ফিরে আসার উপায় ছিল তাদের সামনে। কারণ, দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় ভারতের। কিন্তু সেই ম্যাচেও হারের ফলে, প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেলেন বাবর আজমরা।

Latest Videos

পরপর দুই ম্যাচেই হার। তবে ভারতের বিরুদ্ধে শুরুটা খারাপ করেনি তারা। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। মাত্র ১৩ রানে, শাহিন আফ্রিদির (Shaheen Afridi) বলে হ্যারিস রাউফের (Haris Rauf) হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সেখানেই শেষ নয়। বিরাট কোহলিও (Virat Kohli) আজ খুব একটা সুবিধা করতে উঠতে পারেননি। তিনি ফিরে যান মাত্র ৪ রানে।

কিন্তু হাল ধরেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ৩১ বলে ৪২ রানের ইনিংস ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ভারত ১১৯ রান তুলতে সক্ষম হয়। বোলিং এবং ফিল্ডিং, এই ম্যাচে তুলনামূলক ভালো করে পাকিস্তান।

এমনকি, ব্যাটিং-এর শুরুটাও খারাপ করেনি তারা। কিন্তু আসতে আসতে ভারতীয় বোলারদের দাপটে খেলা থেকে হারিয়ে যায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) করেন সর্বাধিক ৩১ রান। কার্যত, যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দাপটে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় পাকিস্তানের। বুমরা একাই নেন ৩টি উইকেট। পাকিস্তান পরাজিত হয় ৬ রানে।

প্রসঙ্গত, এই বিশ্বকাপের শুরু থেকেই নড়বড়ে ছিলেন বাবর আজমরা। আর প্রতিযোগিতা শুরু হতেই সেই ছবি যেন বারবার ফুটে উঠছে। ফের একবার বিশ্বমানের প্রতিযোগিতায় ভরাডুবি হল পাক ক্রিকেট দলের।

এইমুহূর্তে পরপর ২টি ম্যাচ হেরে, গ্রুপ এ-তে পাকিস্তান (Pakistan) দাঁড়িয়ে আছে চার নম্বরে। প্রথমে আছে ভারত (India), তারপর আমেরিকা এবং কানাডা (Canada)। ভারতের মতো আমেরিকাও আবার দুটি ম্যাচই জিতেছে। তাই বিশাল কোনও অঘটন না ঘটলে, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত পাকিস্তানের।

আরও পড়ুনঃ

T-20 Cricket World Cup 2024: বোম্বেটে বুমরা! ১১৯ রান করেও পাকিস্তানকে হারাল ভারত

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report