Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি যশস্বীর

ভারতীয় দলের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি করে ১৫ নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ব্যাটার। প্রথম ৩ ম্যাচেই বড় রান পেয়েছেন যশস্বী। হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, বিশাখাপত্তনম ও রাজকোট টেস্ট ম্যাচে দ্বিশতরান করেছেন এই তরুণ ব্যাটার। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ৫৪৫ রান করেছেন যশস্বী। এই পারফরম্যান্সের জন্যই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হল। ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে খুশি যশস্বী। আরও ভালো পারফরম্যান্সই এই তরুণ ব্যাটারের লক্ষ্য।

নতুন রেকর্ডের মুখে যশস্বী

Latest Videos

এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করেছেন সুনীল গাভাসকর। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই রান করেন তিনি। এবার এই নজির গড়তে চলেছেন যশস্বী। রাঁচি ও ধরমশালা টেস্টে বড় রান পেলেই গাভাসকরের নজির স্পর্শ করবেন যশস্বী। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার রেকর্ড বিরাট কোহলির দখলে। এবার সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে পরপর ৩ ম্যাচে দ্বিশতরানের রেকর্ডও গড়তে পারেন এই তরুণ ব্যাটার।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি রবীন্দ্র জাডেজার

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন রবীন্দ্র জাডেজা। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ৭ ধাপ উন্নতি করে ৩৪ নম্বরে উঠে এসেছেন জাডেজা। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ৪৬৯ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন জাডেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: ধোনির শহরে প্রত্যাবর্তন হচ্ছে না রাহুলের, বিশ্রামে বুমরা

BCCI: নেপালের পাশে বিসিসিআই, গুজরাট, বরোদার বিরুদ্ধে টি-২০ সিরিজ আয়োজন

India Vs England: 'পরের দুটো টেস্ট খেলতে হবে, না হলে দেশে ফেরার উড়ান ধরত,' ইংল্যান্ডকে কটাক্ষ শ্রীকান্তের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today