সংক্ষিপ্ত

টেস্টে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকে টানা হেরে চলছেন শান মাসুদ। তাঁর অধিনায়কত্বেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে পাকিস্তান দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেরই ফাইনালে খেলেছে ভারত। সেই হিংসা থেকেই এবার ফাইনালে খেলার হুঙ্কার দিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু মুখে বলা আর কাজে করে দেখানোর মধ্যে পার্থক্য রয়েছে। ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা তৈরি করা তো দূর, ৯ দলের মধ্যে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল শান মাসুদের দল। ১৯৬৫ সালের পর থেকে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে পাকিস্তান দলের সবচেয়ে খারাপ রেটিং এবারই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে থাকা পাকিস্তান দলের রেটিং পয়েন্ট ১৬। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হারের ফলেই এত পিছিয়ে গিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এই সিরিজ হারের লজ্জার পাশাপাশি টেস্ট ক্রিকেটে গত ৫৯ বছর সবচেয়ে কম রেটিং পাওয়ার লজ্জা, সবমিলিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা শুরু করেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে লজ্জায় পাকিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট ম্যাচ হারের পর সিরিজও হেরে গেল পাকিস্তান। দেশের মাটিতে এই ব্যর্থতা পাকিস্তান ক্রিকেট দলের জন্য চরম লজ্জার। প্রাক্তন ক্রিকেটাররা দলের পাশাপাশি পিসিবি কর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।

লজ্জার নতুন রেকর্ড পাকিস্তানের

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে ষষ্ঠ স্থানে ছিল পাকিস্তান। কিন্তু পরপর দুই ম্যাচে হারের ফলে ওয়েস্ট ইন্ডিজের চেয়েও কম পয়েন্ট হয়ে গিয়েছে পাকিস্তানের। ১৯৬৫ সাল থেকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে খারাপ জায়গায় পাকিস্তান। সামান্য সময়ের জন্য কম ম্যাচ খেলায় টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাকিস্তান। তারপর এখনই তারা সবচেয়ে খারাপ জায়গায়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কয়েকদিনের মধ্যেই ঘোষণা, আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছন রাহুল দ্রাবিড়

বুচি বাবু টুর্নামেন্টে ফিল্ডিং করতে গিয়ে চোট, দলীপ ট্রফির আগে সমস্যায় সূর্যকুমার

টেস্টে ত্রিশতরানের মালিক, দীর্ঘদিন পর প্রত্যাবর্তনের লক্ষ্যে করুণ নায়ার