সংক্ষিপ্ত

পিসিবি চেয়ারম্যান থাকার সময় বারবার ভারত ও বিসিসিআই-কে আক্রমণ করেছেন রামিজ রাজা। বরখাস্ত হওয়ার পর তিনি এখন পিসিবি-কে আক্রমণ করছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নজম শেঠিকে আক্রমণ করলেন রামিজ রাজা। নিজের ইউটিউব চ্য়ানেলে আপলোড করা একটি ভিডিওতে তিনি বলেছেন, 'একজন ব্যক্তিকে পিসিবি চেয়ারম্যান করার জন্য পুরো সংবিধানই বদলানো হল। নির্দিষ্টভাবে বলতে গেলে, নজম শেঠিকে পিসিবি চেয়ারম্যান করার জন্য সংবিধান বদল করা হল। আমি বিশ্বের কোথাও এই ঘটনা দেখিনি। মরসুমের মাঝপথে এই ঘটনা ঘটানো হল। বিদেশি দল যখন পাকিস্তান সফরে এসেছে, ঠিক তখনই পিসিবি চেয়ারম্যান বদল করা হল। প্রধান নির্বাচক পদেও বদল আনা হয়েছে। প্রধান নির্বাচক টেস্ট ক্রিকেট খেলেছেন। রাত দুটোর সময় নজম শেঠি ট্যুইট করে জানালেন, রামিজ রাজা বরখাস্ত হয়েছেন। আমি পিসিবি চেয়ারম্যান ছিলাম। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। এই ঘটনায় আমি আহত হয়েছি। এমনভাবে প্রচার করা হচ্ছে যেন মসিহা এসে গিয়েছেন। নজম শেঠি পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন বলে প্রচার করা হচ্ছে। তিনি কী করতে পারেন আমরা জানি। তিনি যে কোনও মূল্যে প্রচারে থাকতে চান। তাঁর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। তিনি কোনওদিন হাতে ব্যাটও নেননি। আমাকে মাঝপথে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মরসুমের মাঝপথে প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়ে আসা হচ্ছে। জানুয়ারিতে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে সাকলিন মুস্তাকের মেয়াদ শেষ হচ্ছে। সাকলিন ৫০টি টেস্ট ম্যাচ খেলেছে। ও একজন কিংবদন্তি ক্রিকেটার। কোনও ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ করা উচিত নয়।'

রামিজ আরও বলেছেন, 'আমার পিসিবি চেয়ারম্যান পদে ৩ বছর থাকার কথা ছিল। কিন্তু ১২ মাস পরেই আমাকে সরে যেতে বলা হল। এই ঘটনায় আমি হতাশ। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পিসিবি চেয়ারম্যান পদে বসানোর জন্য আমাকে সরিয়ে দেওয়া হল। এতে পাকিস্তানের ক্রিকেটের কোনও উন্নতি হবে না। এই ঘটনায় ক্রিকেট বোর্ড, সিস্টেম, জাতীয় দল ও অধিনায়কের উপর চাপ তৈরি হবে। পিসিবি-র সংবিধান আরও বলিষ্ঠ হওয়া দরকার। এই ধরনের ঘটনা শুধু পাকিস্তানেই হয়। আমি আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে সরব হব। পিসিবি হাসির খোরাকে পরিণত হয়েছে।'

রামিজ আরও দাবি করেছেন, ‘আমাকে পিসিবি দফতর থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে দেওয়া হয়নি। পাকিস্তান সরকারের ক্রিকেট নিয়ে কোনও মাথাব্যথা নেই। পিসিবি-র সংবিধান বদলে দেওয়া হল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। এভাবে কখনও উন্নতি করা যায় না।’

আরও পড়ুন-

ভারতে বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার, বললেন পিসিবি চেয়ারম্যান

ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এই ক্রিকেটার

পিছন থেকে স্পাইডার ক্যামের ধাক্কা, মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার