ঝুলন গোস্বামীর পরামর্শ কাজে লেগেছে, জানালেন বিশ্বকাপ ফাইনালের সেরা তিতাস

Published : Jan 31, 2023, 07:27 AM ISTUpdated : Jan 31, 2023, 07:43 AM IST
women cricket

সংক্ষিপ্ত

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দল মঙ্গলবার দেশে ফিরছে। বুধবার সংবর্ধনা দেওয়া হবে দলকে।

ভারতকে প্রথমবার মহিলা ক্রিকেটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বাংলার বড় অবদান রয়েছে। বাংলার ক্রিকেটার তিতাস সাধু, রিচা ঘোষ ও হৃষিতা বসু অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলেন। বাংলার ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ ফাইনালে তিতাসের পারফরম্যান্সই সবচেয়ে উল্লেখযোগ্য। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন এই পেসার। তিনি ৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। তাঁর আক্রমণে ম্যাচের শুরুতেই কোণঠাসা হয়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। অর্চনা দেবী, পরশভী চোপড়ারাও ভালো পারফরম্যান্স দেখান। এর ফলে ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই রান টপকে ম্যাচ জিততে ভারতের কোনও সমস্যাই হয়নি। বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন চুঁচুড়ার তিতাস। দলকে চ্যাম্পিয়ন করার পর তিনি বাংলার প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর কথা বলছেন। তিতাস জানালেন, বিশ্বকাপের আগে পেয়েছিলেন ঝুলনের পরামর্শ। দক্ষিণ আফ্রিকায় যা খুব কাজে লেগেছে। 

তিতাসের কথায়, 'আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দু'দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা বিশ্বের সেরা। আমরা ট্রফি জেতার পর থেকেই সাফল্য উদযাপনের পর্ব চলছে। ভারতীয় দলের জার্সি পরে প্রথমবার বিশ্বকাপ জেতার আনন্দই আলাদা। দেশ চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের সবার কাছে গর্বের মুহূর্ত। এটা ভেবে ভালো লাগছে যে দেশকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আমারও অবদান রয়েছে। আশা করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ঠিকমতো পালন করতে পেরেছি।'

তিতাস আরও বলেছেন, ‘দিদি (ঝুলন) আমার প্রিয় ক্রিকেটার। সবার আস্থার মর্যাদা রাখতে পারলে ভালো লাগে। দিদি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। আমি সেই পরামর্শ কাজে লাগাতে পেরেছি।’

মঙ্গলবার মুম্বইয়ে ফেরার পর বুধবার আমেদাবাদে যাবেন তিতাসরা। সেখানে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের ফাঁকেই তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন সচিন তেন্ডুলকর। এরপর হয়তো বাড়ি ফেরার সুযোগ পাবেন তিতাস। তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় চুঁচুড়া। হুগলির এই প্রাচীন জনপদের গর্ব হয়ে উঠেছেন তিতাস। তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চলছে। বাড়ির সবাই যেমন এই সাফল্যে খুশি, তেমনই স্থানীয় বাসিন্দারাও উচ্ছ্বসিত। তিতাস বাড়ি ফিরলে তাঁকে স্থানীয়দের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সবারই আশা, এই সাফল্যই শেষ নয়, ভবিষ্যতে আরও অনেক সাফল্য পাবেন এই তরুণী। তিনি সিনিয়র দলের হয়েও বিশ্বকাপ জিতবেন।

আরও পড়ুন-

শেফালিদের সাফল্যে অনুপ্রাণিত, সিনিয়রদের টি-২০ বিশ্বকাপেও ট্রফি চান হরমনপ্রীত

বুধবার আমেদাবাদে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা দলে শেফালি, শ্বেতা, পরশভী

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত