শেফালিদের সাফল্যে অনুপ্রাণিত, সিনিয়রদের টি-২০ বিশ্বকাপেও ট্রফি চান হরমনপ্রীত

মহিলাদের ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার আরও সাফল্য চাইছেন ভারতের মহিলা ক্রিকেটাররা।

সাধারণত বড়দের দেখে ছোটরা অনুপ্রাণিত হয় কিন্তু এবার উল্টো ঘটনা দেখা যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে শেফালি ভার্মা, তিতাস সাধুদের সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজছে ভারতের সিনিয়র দল। ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিনিয়র মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় খেলতে নামার আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর বলেছেন, তাঁরা প্রথমবার সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের মতোই সিনিয়র দলের টি-২০ বিশ্বকাপও হবে দক্ষিণ আফ্রিকায়। এই প্রতিযোগিতায় খেলতে নামার আগে আইসিসি-র ওয়েবসাইটে লিখেছেন, 'অনূর্ধ্ব-১৯ দলের জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। যে কোনও পর্যায়েই বিশ্বকাপ জয় বিশাল কৃতিত্বের। প্রথমবারের বিশ্বকাপ জয় চিরকাল সবার মনে থেকে যাবে। এই ঐতিহাসিক জয়ের জন্য আমি দলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমরা সিনিয়র পর্যায়েও একই সাফল্য পাব।' ৩ বার মহিলাদের সিনিয়র পর্যায়ের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠলেও, প্রতিবারই রানার্স হয়েছে ভারত। এবার অধরা ট্রফি জিততে মরিয়া হরমনপ্রীতরা। শেফালি, রিচা ঘোষরা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর সিনিয়র দলের হয়েও খেলবেন। তাঁরা সিনিয়র পর্যায়েও টি-২০ বিশ্বকাপ জিততে চান।

হরমনপ্রীত লিখেছেন, 'আমাদের দলে যেমন সিনিয়র ক্রিকেটাররা আছেন তেমনই শেফালি ভার্মা, রিচা ঘোষের মতো অল্পবয়সি ক্রিকেটাররাও আছে। ওরা সদ্য ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দলের ব্যাটিং লাইনআপে গভীরতা আছে। আমাদের দলের বোলিংয়েও বৈচিত্র আছে। পেস বিভাগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রেণুকা সিং। বড় দলগুলির বিরুদ্ধে কী করতে হয় সেটা ও জানে।'

Latest Videos

ভারতের সিনিয়র ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকাতেই আছে। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলছেন হরমনপ্রীতরা। এই সিরিজে খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে হরমনপ্রীত লিখেছেন, 'আমি নিশ্চিত, এবার দক্ষিণ আফ্রিকায় এই প্রতিযোগিতায় টানটান লড়াই হবে। যদিও অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবেই এই প্রতিযোগিতায় খেলতে নামছে, অন্য দলগুলি খুব একটা পিছিয়ে নেই। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অনেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারেন।'

২০২২-এর ডিসেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিরা বিরুদ্ধে সিরিজে ১-৪ ফলে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে সেই ফল নিয়ে বিশেষ চিন্তিত নন হরমনপ্রীত। তাঁর আশা, টি-২০ বিশ্বকাপে দল অন্যরকম পারফরম্যান্স দেখাবে এবং জয় পাবে। বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক।

আরও পড়ুন-

বুধবার আমেদাবাদে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা দলে শেফালি, শ্বেতা, পরশভী

তিতাস, শ্বেতারা ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের হয়ে খেলবেন, আশায় মিতালি রাজ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury