গত ২ দশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে।
মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় দল। এই জয়ে বড় অবদান থাকল সরফরাজ খানের ভাই মুশির খানের। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশির। তাঁর এই ইনিংসের সুবাদেই ২১৪ রানে জয় পেল ভারত। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯৫ রান করে। জবাবে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে টানা ৪ ম্যাচে জয় পেল ভারতীয় দল। এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে এবারও চ্যাম্পিয়ন হতে পারে ভারত।
সব বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিল ভারত
এদিন শুরুতেই ওপেনার আর্শিন কুলকার্নির (৯) উইকেট হারায় ভারতীয় দল। অপর ওপেনার আদর্শ সিং ৫২ রান করেন। অধিনায়ক উদয় সাহারান করেন ৩৪ রান। আরাবল্লী অবনীশ করেন ১৭ রান। প্রিয়াংশু মলিয়া করেন ১০ রান। সচিন ধাস করেন ১৫ রান। মুরুগান অভিষেক করেন ৪ রান। ৩ রান করে অপরাজিত থাকেন নমন তিওয়ারি। ২ রান করে অপরাজিত থাকেন রাজ লিম্বানি। নিউজিল্যান্ডের হয়ে ৬২ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাসন ক্লার্ক। ১ উইকেট করে নেন রায়ান সুরগাস, এডওয়াল্ড শ্রাডার, জাক কামিং ও অলিভার তেওয়াটিয়া। বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের মাত্র ৪ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। তবে কেউই বড় রান পাননি। ভারতের হয়ে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন সৌমী পাণ্ডে। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন লিম্বানি। ১০ রান দিয়ে ২ উইকেট নেন মুশির। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন নমন। ১৩ রান দিয়ে ১ উইকেট নেন আর্শিন।
দলকে জিতিয়ে খুশি মুশির
ম্যাচের পর মুশির বলেছেন, ‘আমি ২ বার শতরান করলাম। খুব ভালো লাগছে। আমি ভালো ব্যাটিং করে যেতে চাই। আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এদিনের পিচ একটু মন্থর ছিল। আমাদের বোলাররা ছন্দে আছে। এর ফলেই আমরা জয় পেলাম।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: 'সেরা সময় পেরিয়ে এসেছে রোহিত, ঘরের মাঠে সিরিজ হারতে পারে ভারত,' দাবি বয়কটের
Ravindra Jadeja: চোট সারানোর উদ্যোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রবীন্দ্র জাদেজা
Sarfaraz Khan: প্রথমবার জাতীয় দলে ডাক, সরফরাজ খানের জন্য বিশেষ বার্তা ক্রিস গেইলের