সংক্ষিপ্ত

বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে ভারতীয় দলে ডাক পেয়েছেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। এই ব্যাটারের শুভানুধ্যায়ীরা এই খবরে খুব খুশি হয়েছেন। সবাই সরফরাজকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ভারতীয় ক্রিকেট দলে প্রথমবার সুযোগ পাওয়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। দেশের পাশাপাশি বিদেশ থেকেও আসছে শুভেচ্ছাবার্তা। এবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেলেন সরফরাজ। সোশ্যাল মিডিয়ায় সরফরাজের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে গেইল লিখেছেন, 'গো গেট দেম।' এর অর্থ, যে সুযোগ পাচ্ছো তা কাজে লাগাও। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংসে একসঙ্গে খেলেছেন গেইল ও সরফরাজ। আইপিএল-এ অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সরফরাজ। গত মরসুমে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল-এর নিলামে কোনও দলই তাঁকে নেয়নি। তবে রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটে সরফরাজের পারফরম্যান্সের খবর রাখেন গেইল। সেই কারণেই তিনি প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স সরফরাজের

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুমে ধারাবাহিকভাবে বড় স্কোর করেছেন সরফরাজ। তিনি রঞ্জি ট্রফিতে ত্রিশতরানও করেছেন। কিন্তু তা সত্ত্বেও এতদিন জাতীয় দলে উপেক্ষিত হয়েছেন। আইপিএল-এও এবার ব্রাত্য এই ব্যাটার। তবে এই উপেক্ষা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন সরফরাজ। এরপরেই তিনি জাতীয় দলে ডাক পেলেন।

বিশাখাপত্তনমে খেলার সুযোগ পাবেন সরফরাজ?

শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে নেই বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। হায়দরাবাদ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয় ভারতীয় দলকে। ৩ নম্বরে মানিয়ে নিতে পারছেন না শুবমান গিল। এই কারণে বিশাখাপত্তনমে সরফরাজের খেলার সম্ভাবনা বাড়ছে। দলে থাকলে বড় রান করার জন্য তৈরি সরফরাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Saurabh Kumar: জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উত্তরপ্রদেশের সৌরভ কুমার

Sarfaraz Khan: 'উৎসবের প্রস্তুতি শুরু করো,' সরফরাজ খানকে বার্তা সূর্যকুমার যাদবের

India Vs England: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, চাপে ভারতীয় দল