আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, পারিবারিক সমস্যাও রয়েছে। মন ভালো নেই শিখর ধাওয়ানের। বিশেষ করে ছেলের থেকে দূরে থাকা তিনি মেনে নিতে পারছেন না।
স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের শর্ত অনুযায়ী ছেলে জোরাভরের অধিকার পেয়েছেন আয়েশা। ফলে ছেলের সঙ্গে দেখা করা তো দূর, কথাই বলতে পারছেন ধাওয়ান। সন্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুঃখ পেয়েছেন এই ক্রিকেটার। একটি সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনি। এই ক্রিকেটার বলেছেন, ‘আমি যখন অস্ট্রেলিয়ায় আমার ছেলের সঙ্গে এক সপ্তাহের জন্য দেখা করতে পারতাম, তখন ও কয়েক ঘণ্টার জন্য অমার সঙ্গে দেখা করতে আসত। আমি ওর সঙ্গে ভালো সময় কাটাতে চাই। আমি চাই ও আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ুক। আমি ওকে আলিঙ্গন করে থাকতে চাই। বাবার ভালোবাসা ওর প্রাপ্য। ওকে সেটাই দিতে চাই আমি। ওর সঙ্গে গত ৫-৬ মাস আমার কথা হয়নি। আমি এখনও ইতিবাচক মানসিকতা নিয়ে চলছি এবং ছেলের প্রতি ভালোবাসা পাঠাচ্ছি। আমি চাই ও আনন্দে থাকুক। ঈশ্বর চাইলে আশা করি ও একদিন আমার কাছে ফিরে আসবে।’
ব্যক্তিগত জীবনে আবেগপ্রবণ ধাওয়ান
ক্রিকেট মাঠে ধাওয়ানকে খুব একটা আবেগ প্রকাশ করতে দেখা যায় না। তিনি লড়াকু ক্রিকেটার হিসেবেই পরিচিত। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি আর পাঁচজনের মতোই স্নেহশীল বাবা। স্ত্রীর সঙ্গে তাঁর সমস্যার প্রভাব যাতে সন্তানের উপর না পড়ে, সেটাই চাইছেন এই ক্রিকেটার।
গত কয়েক বছর ধরে ছেলের থেকে দূরে ধাওয়ান
২০২১ সালে সোশ্যাল মিডিয়া পোস্টে আয়েশা জানান, তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন। পরবর্তীকালে বিচ্ছেদ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়াতেই আছেন আয়েশা। ফলে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না ধাওয়ান। আদালত তাঁকে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। কিন্তু ছেলে স্ত্রীর কাছে থাকায় তার সঙ্গে দেখা করতে পারছেন না ধাওয়ান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ravindra Jadeja: চোট সারানোর উদ্যোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রবীন্দ্র জাদেজা
Sarfaraz Khan: প্রথমবার জাতীয় দলে ডাক, সরফরাজ খানের জন্য বিশেষ বার্তা ক্রিস গেইলের
Saurabh Kumar: জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উত্তরপ্রদেশের সৌরভ কুমার