সংক্ষিপ্ত
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেফ্রি বয়কট বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলেন। এবারও তিনি নজিরবিহীনভাবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে আক্রমণ করলেন।
হায়দরাবাদ টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের পর অধিনায়ক রোহিত শর্মার তীব্র সমালোচনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেফ্রি বয়কট। তাঁর দাবি, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হেরে যেতে পারে ভারত। একটি সংবাদপত্রে নিজের কলামে বয়কট লিখেছেন, ‘বিরাট কোহলির অভাব অনুভব করেছে ভারতীয় দল। রবীন্দ্র জাদেজাও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। ও দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না। ভারতের অধিনায়ক রোহিত শর্মার বয়স প্রায় ৩৭ বছর। ও সেরা সময় পিছনে ফেলে এসেছে। ও মাঝেমধ্যে ভালো ইনিংস খেলতে পারে, কিন্তু গত ৪ বছরে দেশের মাটিতে মাত্র ২ বার শতরান করতে পেরেছে।’
জাদেজার চোটে বিপাকে ভারত, মত বয়কটের
বয়কট আরও লিখেছেন, ‘জাদেজার চোট ভারতীয় দলের কাছে বিশাল ধাক্কা। ও একজন অসাধারণ অলরাউন্ডার, দুর্দান্ত ফিল্ডার এবং প্রথম টেস্টে ও ভারতের সেরা ব্যাটার ছিল। কোহলি ওদের সেরা ব্যাটার। ও দারুণ ব্যাটার। ও ভারতের মাটিতে ৬০ গড়ে রান করেছে। একইসঙ্গে ও মাঠে থাকলে দলের সবাইকে উজ্জীবিত করতে পারে। ওর না থাকা ভারতীয় দলের জন্য বড় ক্ষতি। ও তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফেরার আগেই ইংল্যান্ডকে এই সুযোগ কাজে লাগাতে হবে। মাঝেমধ্যে কোনও দল ঠিক সময়ে ঠিক জায়গায় থেকে বড় সিরিজে জয় পেতে পারে। এখন ভারতের মাটিতে সেই জায়গায় থাকতে পারে ইংল্যান্ড। ঘরের মাঠে হারতে পারে ভারত। ইংল্যান্ডের পক্ষে লক্ষণ ভালো। কারণ, ভারতীয় দলে কোহলি, জাদেজা, মহম্মদ শামি, ঋষভ পন্থ নেই। ওদের বিপক্ষ দল চমকপ্রদ জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ইংল্যান্ডের এই বিরল সুযোগ কাজে লাগানো উচিত।’
হায়দরাবাদে হেরে চাপে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ফেভারিট হিসেবেই খেলতে নামে ভারত। কিন্তু হায়দরাবাদে হার হিসেব বদলে দিয়েছে। বিশাখাপত্তনমেও জয় না পেলে সিরিজ হারের আশঙ্কা চেপে বসবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ravindra Jadeja: চোট সারানোর উদ্যোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রবীন্দ্র জাদেজা
Sarfaraz Khan: প্রথমবার জাতীয় দলে ডাক, সরফরাজ খানের জন্য বিশেষ বার্তা ক্রিস গেইলের
Saurabh Kumar: জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত উত্তরপ্রদেশের সৌরভ কুমার