পরপর দুটো ম্যাচে নজরকাড়া জয় দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম আফগানিস্তান ম্যাচেও সাফল্যের দিকেই এগিয়েছে ভারত।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখেছে ভারতীয় দল। পরপর দুটো ম্যাচে নজরকাড়া জয় দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম আফগানিস্তান ম্যাচেও সাফল্যের দিকেই এগিয়েছে ভারত। তবে গোল বাঁধে অন্য জায়গায়। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের স্ট্যান্ডে ভক্তদের মধ্যে বিবাদের কারণে সমস্যা তৈরি হয়।
রোহিত শর্মার ১৩১ অফ ৮৪-এর পর জসপ্রিত বুমরাহের ১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট ভারতকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। ৯০ বল বাকি থাকাকালীন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে আট উইকেটের বিশাল জয়ের পথ দেখায়। বর্তমানে নিউজিল্যান্ডের পরেই রয়েছে ভারত।
এদিন বিরাট কোহলির সঙ্গে নবীন-উল-হক ম্যাচের শুরুতে স্লোগান দেওয়া শুরু হয় স্ট্যান্ড থেকে। অন্যদিকে অন্যদিকে, ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। গোটা ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়তে থাকে নেটমাধ্যমে। জানা যাচ্ছে ভারতীয় ভক্তদের দুটি দলের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা। কথা কাটাকাটি হাতাহাতিতে পরিনত হয় ক্রমেই। কিন্তু ঠিক কী কারণে এই গন্ডোগোল বাঁধে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে একে অপরকে চর, থাপ্পর ঘুষি মারছে। রইল সেই ভিডিও।