উত্তাল বাংলাদেশ এবং হাসিনার পদত্যাগ! বাংলাদেশ থেকে সরতে পারে মহিলাদের টি-২০ বিশ্বকাপ

Published : Aug 05, 2024, 11:18 PM IST
ICC WOMEN'S T20 CRICKET WORLD CUP

সংক্ষিপ্ত

গোটা বাংলাদেশ (Bangladesh) উত্তপ্ত। আর এই পরিস্থিতিতেই কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের (Women) টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T-20 World Cup)।

গোটা বাংলাদেশ (Bangladesh) উত্তপ্ত। হাতুড়ির ঘা মেরে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তিও। এর নাম নাকি স্বাধীনতা। যার হাত ধরে সেই দেশ স্বাধীন হয়েছিল, তাঁর মূর্তিই ভাঙা হচ্ছে। আপাতত সেনা শাসনের অধীনে রয়েছে বাংলাদেশ। আর এই পরিস্থিতিতেই কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে মহিলাদের (Women) টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T-20 World Cup)।

প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর এই প্রতিযোগিতা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে আদৌ বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে এখন থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। কলম্বোতে গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ছিল আইসিসির (ICC) বার্ষিক সাধারণ সভা।

সূত্রের খবর, এক কর্তার কথায়, “আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি। কারণ, টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে।”

উল্লেখ্য, আইসিসি-র বার্ষিক সাধারণ সভা হয়ে গেছে গত জুলাই মাসেই। কিন্তু সোমবার, শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে।

এখন প্রশ্ন হল যে, অক্টোবরের মধ্যে কি আদৌ শান্ত হবে বাংলাদেশ? নাকি পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে? দেশের বিচার ব্যবস্থা এবং আইন পদ্ধতি নিয়ন্ত্রণে আসারও একটি বিষয় রয়েছে। কারণ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ এবং সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।

উল্লেখ্য, দশ দলের এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে সিলেট এবং ঢাকায়। কিন্তু সোমবারের পরে পরিস্থিতি যে দিকে চলে যাচ্ছে, তাতে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ঘিরেই কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপের ভেন্যু বদল করা হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে