Women's T20 World Cup: আত্মবিশ্বাসী হরমনপ্রীত, ভারতের খেলা কবে এবং কখন? জানুন

আসছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি টি-২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s T-20 Cricket World Cup) ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে প্রচুর আশা করে রয়েছেন ভক্তরা।

আসছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি টি-২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women’s T-20 Cricket World Cup) ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে প্রচুর আশা করে রয়েছেন ভক্তরা।

আর এই আইসিসি মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় (India) মহিলা ক্রিকেট দল। টিমের অধিনায়ক হরমনপ্রীত কৌরও দল নিয়ে ভীষণই আশাবাদী। সেরা দল নিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন বলে দাবি করেছেন তিনি। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর।

Latest Videos

এমনিতে এই বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার ফলে, বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই সেখানে উড়ে যাওয়ার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেল অধিনায়ক হরমনপ্রীতের গলায়।

তিনি জানান, “সেরা টিম নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছি আমরা। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের। সেটা অস্ট্রেলিয়া হোক কিংবা ইংল্যান্ড। গতবার আমরা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। তবে এবার সেটা একদমই চাই না। তাই সবরকম প্রস্তুতি নিয়েই খেলতে যাচ্ছি আমরা। সমস্ত ভুল সংশোধন করে আমাদের ফোকাস একটাই, বিশ্বকাপ জয়।”

এবার মোট ১০টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তারাই খেলতে নামবে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। যাদের মধ্যে গ্রুপ এ–তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের খেলা কবে কবে?

ভারত বনাম নিউজিল্যান্ড, ৪ অক্টোবর (সন্ধ্যা ৭.৩০ মিনিট)

ভারত বনাম পাকিস্তান, ৬ অক্টোবর (দুপুর ৩.৩০ মিনিট)

ভারত বনাম শ্রীলঙ্কা, ৯ অক্টোবর (সন্ধ্যা ৭.৩০ মিনিট)

ভারত বনাম অস্ট্রেলিয়া, ১৩ অক্টোবর (সন্ধ্যা ৭.৩০ মিনিট)

এদিকে প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। এরপর দ্বিতীয় সেমিফাইনালটি রয়েছে ১৮ অক্টোবর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।

নকআউট পর্বের সবকটি ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury