ICC Women's World Cup 2025: ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হলেন ঝুলন গোস্বামী। সেইসঙ্গে, অবশ্যই মিতালি রাজ। দুজনেই ২০২২ সালে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
তবে ভারতের প্রমীলা বাহিনীর ড্রেসিংরুমে এখনও তাদের যথেষ্ট প্রভাব। তাদের জন্যই ক্রিকেট বিশ্বকাপ জিততে চান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা জেমাইমা রদ্রিগেজ।
শ্রীলঙ্কার পর রবিবার পাকিস্তানকেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলগুলিও রয়েছে। তার আগে ভারতীয় দলে অনুপ্রেরণার নাম হলেন ‘মিতালিদি এবং ঝুলুদি’। মহিলাদের ক্রিকেটে ভারত এখনও একবারও বিশ্বকাপ জেতেনি। তবে ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে। তাই দেশের মাটিতে সেই আক্ষেপ মেটাতে চাইছেন জেমাইমারা।
জেমাইমার কথায়, “আমরা তাদের জন্য এবারের বিশ্বকাপ জিততে চাই, যারা আমাদের রাস্তা দেখিয়েছেন। মিতালিদি, ঝুলুদি, নীতু ম্যাম সহ যারা যারা মহিলা ক্রিকেটকে আজ এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই। যখন আমি প্রথমবার দলে আসি, তখন মিতালিদি, ঝুলনদিরা সিনিয়র ছিলেন। আর এখন হরমনদি এবং স্মৃতি দলকে নেতৃত্ব দিচ্ছে। এটা খুবই স্পেশ্যাল একটা বিষয়। ওরা এমন একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে সবাই দলের জন্য সবটা দেওয়ার জন্য তৈরি আছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। বাস্তবের মাটি থেকে শিখছি। নিজেদের জন্য একটা লিমিট করে রাখছি। কারণ, আমরা জানি যে, বিশ্বকাপে কতরকম বাইরের আলোচনা চলতেই থাকে। যে চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা একসঙ্গে তার মোকাবিলা করার জন্য তৈরি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।