জাতীয় দলে ফিরতে মরিয়া, চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে খেলার লক্ষ্যে ঋষভ পন্থ

Published : Oct 07, 2025, 12:36 PM IST
Rishabh Pant. (Photo: BCCI)

সংক্ষিপ্ত

Rishabh Pant: ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) টেস্ট সিরিজ চলাকালীন পায়ে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে যান উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এবার তিনি ফিট হয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা শুরু করেছেন।

DID YOU KNOW ?
বারবার চোট ঋষভ পন্থের
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার পর থেকে ঋষভ পন্থের চোটের বিষয়ে বিসিসিআই অত্যন্ত সাবধানী। তবে তারপরেও চোট পেয়েছেন ঋষভ।

Ranji Trophy 2025: চোটের জন্য দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে নেই। চোট সারিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যে এবার রঞ্জি ট্রফিতে খেলতে চাইছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) পায়ে চোট পান। তবে এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার। তিনি শুক্রবারের মধ্যে বিসিসিআই (BCCI) মেডিক্যাল টিমের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। তারপর দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে পারবেন তিনি। এ বিষয়ে দিল্লি ক্রিকেট সংস্থার (Delhi and District Cricket Association) এক কর্তা জানিয়েছেন, ঋষভ যদি রঞ্জি ট্রফিতে খেলেন, তাহলে তিনিই দলের অধিনায়ক হবেন। তবে এবারের রঞ্জি ট্রফিতে কতগুলি ম্যাচে এই তারকা খেলবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

অনুশীলন করছেন ঋষভ

২৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test) ব্যাটিং করার সময় রিভার্স স্যুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পান ঋষভ। তাঁর পায়ের আঙুল ভেঙে গিয়েছে বলে জানা যায়। সেই ভাঙা পা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে পড়েন তিনি। তবে এরপর আর এই সিরিজে খেলতে পারেননি তিনি। চোট সারানোর জন্য তাঁকে পায়ে অস্ত্রোপচার করাতে হয়নি। বিশ্রাম নিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। গত মাস থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন এই তারকা। তাঁর বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘এখনও পর্যন্ত যা ঠিক আছে, ১০ অক্টোবরের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে ঋষভ। চলতি সপ্তাহেই ওর চোট পরীক্ষা করে দেখা হবে। ওর চোট সারাতে দীর্ঘ সময় লাগছে। বিসিসিআই মেডিক্যাল টিম ওর বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না।’

কবে জাতীয় দলে ফিরবেন ঋষভ?

চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই, টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই ঋষভ। তবে তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চোটের জন্য ২ মাসেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ঋষভ পন্থ।
ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে ডান পায়ে চোট পান ঋষভ পন্থ। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম