
Rahul Dravid's son Anvay Dravid: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে অনেক ক্রিকেটারকেই তৈরি করেছেন। ভারতীয় এ দল, সিনিয়র দলের প্রধান কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। নীরবে নিজের ছেলে অন্বয় দ্রাবিড়কেও তৈরি করছেন রাহুল দ্রাবিড়। তাঁর ছেলে এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দেশের সেরা ৫০ ওভারের টুর্নামেন্ট বিনু মাঁকড় ট্রফিতে (Vinoo Mankad Trophy) কর্ণাটক (Karnataka) দলকে নেতৃত্ব দিচ্ছেন। ১৮ বছর বয়সি এই ব্যাটার বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতে বেশ কিছুদিন ধরেই ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। তিনি গত মরসুমে বিনু মাঁকড় ট্রফিতে কর্ণাটকের হয়ে সবচেয়ে বেশি রান করেন। তিনি দলের অন্যতম প্রতিশ্রুতিমান ব্যাটার হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন। এই কারণেই এবার তাঁকে দলের অধিনায়ক করা হল। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখালে জাতীয় দলে সুযোগ পেতে পারেন অন্বয়।
গত কয়েক মরসুম ধরেই বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে চলেছেন অন্বয়। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে (Under-16 Vijay Merchant Trophy) তিনি পরপর দুই মরসুমে কর্ণাটকের হয়ে সবচেয়ে বেশি রান করেন। ৬ ম্যাচ খেলে এই কিশোর ৪৫৯ রান করেন। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৯১.৮০। তিনি ৪৬টি বাউন্ডারি মারেন। তাঁর শতরানের সংখ্যা দুই। ধারাবাহিকতা এবং টেকনিকের জন্য কর্ণাটকের যুব দলের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন অন্বয়। তিনি জাতীয় দলের নির্বাচকদেরও নজর কেড়ে নিচ্ছেন।
ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফের কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) খেলবেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার (Karun Nair)। তিনি দুই মরসুম আগে শেষবার কর্ণাটকের হয়ে খেলেছিলেন। এর মধ্যে বিদর্ভের (Vidarbha) হয়ে ভালো পারফরম্যান্স দেখান তিনি। গত মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। এবার কর্ণাটকের হয়ে খেলবেন করুণ। ফের ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।