
ICC Women World Cup 2025: বাংলার গর্ব রিচা। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জয়ী হয়েছে ভারত (Indian women's team world cup final)। সেই দলেরই অন্যতম সদস্য গলেন শিলিগুড়ির রিচা ঘোষ।
এবার তাঁকে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে সিএবি। ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা রিচা ঘোষকে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি। আগামী ৮ নভেম্বর, শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেন রিচা। সেই অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সিএবি-র তরফ থেকে বিশেষভাবে তৈরি একটি ‘সোনার ব্যাট’ এবং ‘সোনার বল’ দিয়ে সম্মান জানানো হবে তারকা রিচা ঘোষকে। সেই বুয়াতে এবং বলে সই থাকবে সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামীর।
এই প্রসঙ্গে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “রিচা ঘোষ গোটা বিশ্বের মঞ্চে একজন অসাধারণ প্রতিভা। এই সোনার ব্যাট এবং বল দিয়ে তাঁকে সম্মানিত করা ভারতীয় ক্রিকেটে আদতে রিচার অসাধারণ অবদানের জন্য আমাদের তরফ থেকে স্বীকৃতির একটি প্রতীক। তিনি বাংলা এবং দেশের প্রতিটি তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।"
শিলিগুড়ি থেকে বিশ্বের মঞ্চে রিচার এই যাত্রা নিঃসন্দেহে বাংলার জন্য গর্ব। তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা এবং নির্ভীক দৃষ্টিভঙ্গিকে সত্যিই অনুপ্রেরণা নতুন ক্রিকেটারদের কাছে। অন্যদিকে, এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার, সিএবির এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানা যাচ্ছে। সেইসঙ্গে, এই অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ম ঝুলন গোস্বামী ছাড়াও আরও অনেকে উপস্থিত থাকবেন।
এদিকে শুক্রবার, বাড়ি ফিরছেন রিচা। আর তাই গোটা শিলিগুড়ি শহর জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন মানুষজন (2025 women's cricket world cup)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।