ICC Women World Cup 2025: বাংলার গর্ব তিনি। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জয়ী হয়েছে ভারত (Indian women's team world cup final)। সেই দলেরই অন্যতম সদস্য গলেন শিলিগুড়ির রিচা ঘোষ। শুক্রবার, তিনি বাড়ি ফিরছেন। আর তাই গোটা শিলিগুড়ি শহর জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন মানুষজন (2025 women's cricket world cup)।
কারণ, নিজের শহরে ফিরছেন মহিলা বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর সরাসরি রওনা দেবেন শিলিগুড়িতে তাঁর সুভাষপল্লীর বাড়ির দিকে। শহরজুড়ে কার্যত, উন্মাদনা, “রিচা আসছে ঘরে!”
আর রিচার প্রত্যাবর্তনকে ঘিরে সেজে উঠেছে গোটা শিলিগুড়ি। বাঘাযতীন পার্কে বিকেলে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন এবং ক্রীড়া সংস্থা। শহরের বিভিন্ন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের মতো করে রিচাকে অভিনন্দন জানাতে প্রস্তুত রয়েছে।
সুভাষপল্লীতে তাঁর বাড়ি রঙিন আলো এবং ব্যানারে ইতিমধ্যেই সেজে উঠেছে। প্রতিবেশীরা রীতিমতো উল্লসিত। তারা বলছেন, “আমাদের পাড়ার মেয়ে আজ সারা দেশের গর্ব!” শিশুরা হাতে ছোট পতাকা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে রিচা ঘোষের জন্য।
জানা যাচ্ছে, বিমানবন্দরেও অপেক্ষা করছেন বহু মানুষ। রিচাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রীতিমতো রাজকীয় ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেখানে।
পাশাপাশি রিচার বাড়িতেও কড়া নিরাপত্তা বলয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। যাবতীয় বিষয়বস্তু এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। যাতে কোনরকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেইদিকে সর্বদা নজর রয়েছে প্রশাসনের।
আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর সরাসরি রিচা রওনা দেবেন শিলিগুড়িতে তাঁর সুভাষপল্লীর বাড়ির দিকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।