ICC Women World Cup 2025: হুটখোলা জিপে বাড়ির পথে এবং তারপর মায়ের হাতে পায়েস! বিশ্বজয়ীর ঘরে ফেরা

Published : Nov 07, 2025, 06:50 PM IST
ICC Women World Cup 2025

সংক্ষিপ্ত

ICC Women World Cup 2025: এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতল শিলিগুড়ি। বাগডোগরা বিমানবন্দর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিজের বাড়ি সুভাষপল্লীতে পৌঁছলেন বিশ্বকাপজয়ী ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। সকাল থেকেই শহর জুড়ে যেন উৎসবের আমেজ।

ICC Women World Cup 2025: ঘরে ফিরলেন বিশ্বজয়ী। বাংলার গর্ব তিনি। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জয়ী হয়েছে ভারত (Indian women's team world cup final)। সেই দলেরই অন্যতম সদস্য গলেন শিলিগুড়ির রিচা ঘোষ। শুক্রবার, তিনি বাড়ি ফিরলেন। আর তাই গোটা শিলিগুড়ি শহর যেন মেতে উঠল উচ্ছ্বাসে (2025 women's cricket world cup)।

হুড খোলা জিপে উঠে রোড শো

এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতল শিলিগুড়ি। বাগডোগরা বিমানবন্দর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিজের বাড়ি সুভাষপল্লীতে পৌঁছলেন বিশ্বকাপজয়ী ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। সকাল থেকেই শহর জুড়ে যেন উৎসবের আমেজ। 

 

 

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান বহু সমর্থক এবং শুভানুধ্যায়ী। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এমনকি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও শুক্রবার রিচাকে অভিনন্দন জানাতে পৌঁছে যান। 

হুড খোলা জিপে উঠে শহরবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান রিচা ঘোষ। গোটা রাস্তাজুড়ে “রিচা ঘোষ জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিলিগুড়ি। রাস্তায় সারি সারি মানুষ দাঁড়িয়ে ছিলেন একঝলকের জন্য বিশ্বজয়ী এই ক্রিকেটারকে দেখবেন বলে। অনেকের সঙ্গে হাতও মেলান রিচা।

রিচা ঘোষকে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে সিএবিও

বাড়িতে পৌঁছেই মেয়েকে আদরে করে বরণ করে নেন রিচার মা। পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয় তাঁকে। বাড়ির উঠোন জুড়ে তখন মানুষের ঢল। ছোট ছোট খুদে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন রিচাকে শুভেচ্ছা জানাতে।

শহরের মানুষদের কাছে রিচা ঘোষ এখন কেবল একজন ক্রীড়াবিদ নন। তিনি শিলিগুড়ির গর্ব, তথা ভারতের গৌরব। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে উদ্বেল গোটা বাংলা। অন্যদিকে, রিচা ঘোষকে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে সিএবিও। 

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা রিচা ঘোষকে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সংবর্ধনা দিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি। আগামী ৮ নভেম্বর, শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম