
India vs Pakistan Cricket: এবারের এশিয়া কাপ (Asia Cup 2025) চলাকালীন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। ভারতীয় দল সংশয়াতীতভাবে এগিয়ে। তাঁর সেই মন্তব্যের সঙ্গে একমত পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার আজম খান (Azam Khan)। তিনি এক পডকাস্টে বলেছেন, ‘আপনারা যদি আইসিসি টুর্নামেন্ট (ICC tournament) দেখেন, আমি জানি না এ কথা বলা উচিত কি না, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকুমার যাদব যা বলেছে তা ঠিক।’ সূর্যকুমার এই মন্তব্য করার পর পাকিস্তানের ক্রিকেট মহল রে রে করে উঠেছিল। যদিও মাঠে কোনওরকম লড়াই দেখা যায়নি। গ্রুপ, সুপার ফোর ও ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এরপর পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটারই মেনে নিলেন, ভারতের সঙ্গে লড়াই করার মতো অবস্থায় নেই পাকিস্তান।
পুরুষদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে গত সাতটি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। সব ফর্ম্যাট মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গত নয় ম্যাচে অপরাজিত ভারত। এশিয়া কাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এক্ষেত্রেও অনেক পিছিয়ে পাকিস্তান। পুরুষদের আইসিসি টুর্নামেন্টেও ভারত-পাকিস্তানের তুলনা চলে না। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে হার ছাড়া সব ম্যাচেই জয়ী ভারতীয় দল। আইসিসি ইভেন্টে এখনও পর্যন্ত ২২ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে ১৭ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। পাকিস্তান মাত্র চার ম্যাচে জয় পেয়েছে। সে কথাই মনে করিয়ে দিয়েছেন আজম।
সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। লিগ পর্যায়ে সাত ম্যাচ খেলে একটিতেও জয় না পেয়ে সবার শেষে ছিল পাকিস্তান। ভারতের পুরুষ ও মহিলা দলের এই সাফল্যে হিংসা করছে পাকিস্তানের ক্রিকেট মহল। তবে ব্যতিক্রম আজম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।