
Australia Women vs Pakistan Women: বৈপরীত্যের এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। বুধবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে(2025 ICC Women's Cricket World Cup) নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে, টানা তৃতীয় ম্যাচে হেরে গেল পাকিস্তান। ফতিমা সানার (Fatima Sana) দল এখনও পয়েন্ট পেল না। বুধবার ১০৭ রানে জয় পেল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতার জন্যই হেরে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার জয়ের নায়ক বেথ মুনি (Beth Mooney)। ১১৫ রানে আট উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে আলানা কিংকে (Alana King) নিয়ে লড়াই শুরু করেন মুনি। তিনি শেষ বল পর্যন্ত ক্রিজে থাকেন। ১১৪ বলে ১০৯ রান করেন মুনি। তিনি ১১টি বাউন্ডারি মারেন। ৪৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন কিং। তিনি তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। এই জুটিতে ১০৬ রান যোগ হয়। ৯ উইকেটে ২২১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩৬.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ (India Women vs Australia Women)। তার আগে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া দল। অন্যদিকে, আগামী বুধবার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ (England Women vs Pakistan Women)। পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ইংল্যান্ড।
আট দলের এই টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়ার ফলে লিগ পর্যায় থেকেই বিদায় নেওয়ার পথে পাকিস্তান। বিরাট কোনও অঘটন ছাড়া তাদের পক্ষে নক-আউটের যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। কারণ, একমাত্র নিউজিল্যান্ড (New Zealand Women Cricket Team) ছাড়া বাকি সব দলই পয়েন্ট পেয়েছে। ফলে পাকিস্তানের পক্ষে পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়া অত্যন্ত কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।