India Women vs Pakistan Women: কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) ভারত-পাকিস্তানের ম্যাচ চলছে। এই ম্যাচে এক অপ্রত্যাশিত বাধা তৈরি হল।

DID YOU
KNOW
?
পতঙ্গের হানায় বন্ধ খেলা
বৃষ্টি, কম আলো, ঝড়ের কারণে অতীতে অনেকবার ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে। এবার পতঙ্গের হানায় বন্ধ থাকল খেলা।

2025 ICC Women's Cricket World Cup: সাপের পর এবার পতঙ্গ! চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে ফের সমস্যায় পড়ল ভারতীয় দল। শুক্রবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারতীয় দলের অনুশীলনের সময় সাপ দেখা যায়। এরপর রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ (India Women vs Pakistan Women) চলাকালীন মাঠে হানা দিল পতঙ্গের দল। সেই সময় ভারতের ইনিংসে ৩৪ ওভার খেলা হয়ে গিয়েছিল। ভারতীয় দলের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৪। ক্রিজে ছিলেন দীপ্তি শর্মা (Deepti Sharma) ও জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। পতঙ্গের দল হানা দেওয়ার ফলে ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। মাঠকর্মীরা পতঙ্গ তাড়ানোর জন্য স্প্রে করেন। তারপর ফের শুরু হয় খেলা।

ওভার সংখ্যা কমছে না

পতঙ্গের হানার জন্য ১৫ মিনিট খেলা বন্ধ থাকলেও, এই ম্যাচে ওভার সংখ্যা কমানো হচ্ছে না। ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পর বিশ্রামের সময় কমিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের ওপেনারদের দ্রুত ক্রিজে নেমে পড়তে হবে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে পতঙ্গের হানার ফলে বন্ধ থাকল খেলা। তবে এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সবাই স্বস্তিতে।

শ্রীলঙ্কায় বারবার সমস্যা

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের (Lanka Premier League) ম্যাচ চলাকালীন মাঠে সাপ দেখা যায়। চলতি বছরের গোড়ায় শ্রীলঙ্কা-বাংলাদেশের ওডিআই ম্যাচ (Sri Lanka-Bangladesh ODI) চলাকালীনও মাঠে সাপ দেখা যায়। অতীতে অনেকবার বৃষ্টি, ঝড়, কম আলোর জন্য খেলায় বিঘ্ন ঘটেছে। কিন্তু পতঙ্গের হানায় খেলায় বিঘ্ন ঘটার ঘটনা বিরল। রবিবার সেই ঘটনাই দেখা গেল। তবে ফের খেলা শুরু হওয়ার পর ভারতীয় দল ভালো পারফরম্যান্স দেখাল। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh) লড়াইয়ের সুবাদে ভারতীয় দল নির্দিষ্ট ৫০ ওভারে ২৪৭ রান করল। রিচা ২০ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।