India Women vs Pakistan Women: কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium) মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে বিতর্ক তৈরি হল।

DID YOU
KNOW
?
ক্রিকেটে টস-গড়াপেটা
অতীতে পাকিস্তানের পুরুষ দলের বিরুদ্ধে টস-গড়াপেটার অভিযোগ উঠেছে। এবার পাকিস্তানের মহিলা দলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠল।

2025 ICC Women's Cricket World Cup: ইচ্ছাকৃতভাবে না ভুল করে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে (India Women vs Pakistan Women) সুবিধা পাইয়ে দেওয়া হল? কলম্বোর ((Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium)) টসের পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। ভারতের অধিনায়ক হরমনমপ্রীত কউর (Harmanpreet Kaur) উপরের দিকে কয়েন ছুড়ে দেন। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana) চেঁচিয়ে বলেন, 'টেইল'। কিন্তু সম্প্রচারকারীদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান (Australian) উপস্থাপক মেল জোনস (Mel Jones) দাবি করেন, সানা 'হেডস' বলেছেন। ম্যাচ রেফারি দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন ক্রিকেটার শানড্রে ফ্রিৎজ (Shandre Fritz) সে কথা মেনে নেন। তিনি জানিয়ে দেন, পাকিস্তান টসে জিতেছে। কিন্তু আসলে ভারতীয় দলই টসে জিতেছে। সোশ্যাল মিডিয়ায় টসের ভিডিও ভাইরাল। অনেকেই ম্যাচ রেফারির তীব্র সমালোচনা করছেন।

টস-গড়াপেটা হয়েছে?

ক্রিকেটে ম্যাচ গড়াপেটা, স্পট-ফিক্সিংয়ের ঘটনা নতুন নয়। বিশেষ করে পাকিস্তানের ম্যাচে এই ধরনের ঘটনা বারবার দেখা গিয়েছে। এই কারণেই অনেকে দাবি করছেন, রবিবারের ম্যাচে হয়তো টস-গড়াপেটা করা হয়েছে। উপস্থাপক যদি ভুল শুনেও থাকেন, তাহলে কেউ তাঁর ভুল শুধরে দিলেন না কেন বা ম্যাচ রেফারিকে কেন ঠিক তথ্য দেওয়া হল না, সেই প্রশ্ন উঠছে। কলম্বোয় রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতীয় দল টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের বদলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আসলে টস জিতলেও, হেরে গেল ভারত। এই কারণেই ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Scroll to load tweet…

কে এই ম্যাচ রেফারি?

মহিলাদের ক্রিকেটে পরিচিত ব্যক্তি ফ্রিৎজ। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার ডান হাতি ব্যাটার এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ৫৯টি ওডিআই ম্যাচ এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন ফ্রিৎজ। ফলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কম নয়। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে কোনও বিতর্কে জড়িয়ে না পড়লেও, রবিবার বিতর্কে জড়ালেন ফ্রিৎজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।