মহিলাদের টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন? দেখে নিন পরিসংখ্যান

পুরুষদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড দুর্দান্ত। এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ভালো রেকর্ডের লক্ষ্যে হরমনপ্রীত কউররা।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। তার আগে যথেষ্ট চাপে ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মারা। এই ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে হরমনপ্রীত কউররা। তাঁরা এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলতে নেমেছেন। প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেলেও, রবিবারের ম্যাচে তার কোনও প্রভাব পড়বে না বলেই আশা ভারতীয় শিবিরের। রবিবার ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে ভারতের মহিলা ক্রিকেটাররা আত্মবিশ্বাসী।

মহিলা ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কেমন?

Latest Videos

মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে ১৩ ম্যাচেই জয় পেয়েছে ভারত। ফলে এই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। রবিবার এই রেকর্ড উন্নত করাই ভারতের লক্ষ্য। ফেভারিট হিসেবেই খেলতে নামবেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। শেষবার টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের মহিলা দলের লড়াই হয়েছিল এ বছর এশিয়া কাপে। সেই ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারত। বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখান দীপ্তি, রেণুকা সিং ঠাকুর। রবিবারও একইরকম পারফরম্যান্সই তাঁদের লক্ষ্য।

উন্নত পারফরম্যান্সের লক্ষ্যে ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বোলার ও ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে হলে একই ভুল করলে চলবে না। সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখালে তবেই রবিবার জয় পেতে পারে ভারতীয় দল। গ্রুপ পর্ব টপকানোর আশা বজায় রাখতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় দলকে।  এই ম্যাচে হারলে নক-আউটের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা, মহিলাদের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই হার ভারতের

বিশ্বের সেরা ১০ জন সুন্দরী মহিলা ক্রিকেটারের তালিকায় কারা জায়গা পেলেন? দেখে নিন

১০ বছরের ব্যর্থতায় ইতি, মহিলাদের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় বাংলাদেশের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News