মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৫: দক্ষিণ আফ্রিকাকে চরম লজ্জায় ফেলে জয় ইংল্যান্ডের

Published : Oct 04, 2025, 01:22 AM IST
England vs South Africa Women's World Cup 2025

সংক্ষিপ্ত

2025 Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপে জমজমাট লড়াই দেখা যাচ্ছে। ভারতীয় দলের পাশাপাশি অন্য দলগুলির ম্যাচও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। তবে একপেশে ম্যাচও দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
মহিলাদের ওডিআই বিশ্বকাপ
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাল ইংল্যান্ড।

England Women vs South Africa Women: চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 Women's Cricket World Cup) অভিযান শুরু করল চ্যাম্পিয়নের মতোই। শুক্রবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজেই ১০ উইকেটে জয় পেল ইংল্যান্ড। দুই দল মিলিয়ে ১০০ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের দাপটে ৩৪.৫ ওভারেই খেলা শেষ হয়ে গেল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৪.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপে খেলতে আসার আগে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। তারা সেই সিরিজে ২-১ জয়ও পায়। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হল প্রোটিয়ারা।

নতুন নজির ইংল্যান্ডের

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনায়াস জয় পেয়ে নতুন নজির গড়ল ইংল্যান্ড। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে হাতে বল রেখে ম্যাচ জেতার ক্ষেত্রে তৃতীয় সর্বাধিক জয় পেল ইংল্যান্ড। এর আগে তারা ২০১৩ সালে কটকে (Cuttack) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৩ বল হাতে রেখে জয় পেয়েছিল। ১৯৮২ সালে নেলসনে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে তাদের ইনিংসে ২৩১ বল বাকি থাকতেই জয় আসে। এবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড। এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে (Australia) টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে সব দলই প্রথম ম্যাচ খেলে ফেলেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখনও পয়েন্ট পায়নি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট দুই করে। ইংল্যান্ডের নেট রান রেট +৩.৭৭৩। অন্য দলগুলি নেট রান রেটে ইংল্যান্ডের ধারে-কাছে নেই।

দক্ষিণ আফ্রিকার লজ্জাজনক পারফরম্যান্স

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ২২ রান করেন সিনালো জাফতা (Sinalo Jafta)। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ম্যাচের সেরা লিনসে স্মিথ (Linsey Smith) সাত রান দিয়ে তিন উইকেট নেন। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ট্যামি বিউমাউন্ট (Tammy Beaumont) ২১ এবং অ্যামি জোনস (Amy Jones) ৪০ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪ বার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।
মহিলাদের ওডিআই বিশ্বকাপে অন্যতম সফল দল ইংল্যান্ড ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম