2025 Women's Cricket World Cup: মহাষ্টমীর দিন শুরু হয়ে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India Women vs Sri Lanka Women) সহজ জয় পেল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
দেশের মাটিতে বিশ্বকাপ
মঙ্গলবার ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধন হল। প্রথম ম্যাচেই জয় পেল ভারতীয় দল।

India Women vs Sri Lanka Women: গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) মহিলাদের বিশ্বকাপের (2025 Women's Cricket World Cup) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করে ভারতীয় দল। জবাবে ৪৫.৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে (Duckworth-Lewis-Stern method) ৫৯ রানে জয় পেল ভারতীয় দল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। তিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে বড় স্কোর করতে সাহায্য করেন। এরপর বোলিংয়েও সাফল্য পান দীপ্তি। তিনি ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সহজ জয় ভারতের

বৃষ্টির জন্য এদিনের ম্যাচে বিঘ্ন ঘটে। প্রথমে ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে ৪৮ করা হয়। তারপর ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪৭। ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন আমনজ্যোত কউর (Amanjot Kaur)। তিনি ৫৭ রান করেন। হারলিন দেওল (Harleen Deol) করেন ৪৮ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) করেন ২১ রান। ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal) করেন ৩৭ রান। স্নেহ রানা (Sneh Rana) ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ইনোকা রণবীরা (Inoka Ranaweera)। ভারত বড় স্কোর করার পরেই জয় নিশ্চিত হয়ে যায়। শ্রীলঙ্কার ব্যাটাররা খুব বেশি লড়াই করতে পারলেন না। অধিনায়ক চামারি আটাপাত্তু (Chamari Athapaththu) সর্বাধিক ৪৩ রান করেন। নীলাক্ষী ডি সিলভা (Nilakshi de Silva) করেন ৩৫ রান। হর্ষিতা সমরবিক্রমা (Harshitha Samarawickrama) করেন ২৯ রান।

বোলিংয়ে সাফল্য ভারতের

এই ম্যাচে ভারতীয় দলের সব বোলারই উইকেট পেয়েছেন। দীপ্তির ৩ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নেন স্নেহ। শ্রী চরণীও (Shree Charani) জোড়া উইকেট নেন। ১ উইকেট করে নেন ক্রান্তি গৌড় (Kranti Gaud), আমনজ্যোত ও প্রতীকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।