
India vs England Women's Cricket: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে রবিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সামনে ২৮৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, টসে জিতে ব্যাট করতে নেমে হেদার নাইটের (১০৯) সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ড বিরাট স্কোর খাড়া করেছে। অন্যদিকে, অ্যামি জোন্স ৫৬ রান যোগ করেন স্কোরবোর্ডে।
ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। ভারতের হয়ে দীপ্তি শর্মা চারটি এবং শ্রীচরণী দুটি উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত একটি মাত্র পরিবর্তন আনে প্রথম একাদশে। জেমিমা রড্রিগেজের পরিবর্তে দলে আসেন রেণুকা সিং। ইংল্যান্ড আবার দুটি পরিবর্তন করে। সোফি এক্লেস্টোন এবং লরেন বেলকে দলে ফিরিয়ে আনা হয়।
নিঃসন্দেহে ইংল্যান্ডের শুরুটা দুর্দান্ত ছিল। প্রথম উইকেটে বিউমন্ট-অ্যামি জুটি ৭৩ রান যোগ করেন। খেলার ১৬ ওভারে, ভারত এই জুটি ভাঙতে সক্ষম হয়। বিউমন্টকে বোল্ড করেন দীপ্তি শর্মা। কিছুক্ষণ পরেই অ্যামিকেও ফেরান সেই ভরসার অপর নাম দীপ্তি।
অপরদিকে, স্মৃতি মান্ধানার হাতে ক্যাচ দেন তিনি। তাঁর ইনিংসে মোট আটটি বাউন্ডারি ছিল। এছাড়াও নাইট-নাতালি স্কিভার ব্রান্ট (৩৮) জুটি ১১৩ রান যোগ করেন। এই জুটি কিন্তু বেশ ভালোমতোই বেগ দেয় ভারতকে। কিন্তু এক্ষেত্রে শ্রীচরণী ভারতকে ব্রেক-থ্রু এনে দেন। স্কিভারকে কভারে হরমনপ্রীত কউরের হাতে ক্যাচ আউট করান তিনি।
তবে নাইট তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। ৪৫তম ওভারে তিনি রান আউট হন। তাঁর ইনিংসে ১টি ছক্কা এবং ১৫টি চার ছিল। তবে এরপর নামা ব্যাটারদের মধ্যে কেউ খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। সোফিয়া ডাঙ্কলে (১৫), এমা ল্যাম্ব (১১), অ্যালিস ক্যাপসি (২), সোফি এক্লেস্টোন (৩) বেশ হতাশ করেন এদিন।
শার্লট ডিনের ইনিংস (১৩ বলে অপরাজিত ১৯) ইংল্যান্ডকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। লিনসে স্মিথ (০) অপরাজিত থাকেন। ভারতের জন্য এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চারটি ম্যাচে ভারতের মাত্র দুটি জয় এসেছে।
রবিবার জিতলে, তবেই একমাত্র সেমিফাইনালে যাওয়ার আশা বজায় থাকবে। ইংল্যান্ড আপাতত তৃতীয় স্থানে রয়েছে। চার ম্যাচ খেলে তাদের সাত পয়েন্ট। এই ম্যাচ জিতলে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন?
ভারতঃ প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), অমনজোত কউর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রীচরণী, রেণুকা সিং ঠাকুর।
ইংল্যান্ডঃ অ্যামি জোন্স (উইকেটকিপার), ট্যামি বিউমন্ট, হেদার নাইট, ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, শার্লট ডিন, সোফি এক্লেস্টোন, লিনসে স্মিথ, লরেন বেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।